শিরোনাম :
রাখাইনে জান্তার আরেক ব্যাটালিয়ন দপ্তর আরাকান আর্মির দখলে বিএনপি নেতারা বহাল তবিয়তে ব্যবসা-বাণিজ্য করছেন: কাদের মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল তরুণের ঘরের কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে শিশুর মৃত্যু বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্যের ডাক বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ ভোট ডাকাত সরকারকে প্রকাশ্যে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায় সঙ্গত: রিজভী চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার আরও কমলো রিজার্ভ ঢাবির বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮.৮৯ শতাংশ গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত, আন্দোলনে আমরা বিজয়ী হবো: ফখরুল একনেকে ১১ প্রকল্প অনুমোদন একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

মোদি সরকারের ৮ বছর: কংগ্রেসের স্লোগান ‘৮ সাল-৮ ছলনা’

  • শুক্রবার, ২৭ মে, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ক্ষমতায় থাকার ৮ বছর পূর্ণ করল বিজেপি। ২০১৪ সালে দলটি প্রথম সরকার গঠনের পর থেকে বর্তমান সময় পর্যন্ত মুদ্রাস্ফীতি, বেকারত্বের মতো ইস্যুতে সরব হচ্ছে বিরোধী দলগুলো। এরই ধারাবাহিকতায় সংবাদ সম্মেলন করে মোদি সরকারের ৮ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস।

দিল্লিতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ‘৮ সাল-৮ ছলনা’ স্লোগান দেন কংগ্রেস সাধারণ সম্পাদক অজয় মাকেন ও রণদীপ সুরজেওয়ালা।

কংগ্রেস অভিযোগ করেছে, গত ৮ বছরে বিজেপি শাসনে ভারত সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আর মোদি সরকারের ‘বন্ধু’রা ধনী হয়েছে।

কংগ্রেস সাধারণ সম্পাদক অজয় মাকেন ক্রমবর্ধমান মুদ্রা ও মূল্যস্ফীতির সমালোচনা করেন।

মোদি সরকারের আট বছরপূর্তি উপলক্ষে ‘আট সাল, আট ছল, বিজেপি সরকার বিফল’ নামে একটি পুস্তিকা প্রকাশ করেছে কংগ্রেস।

দলের জাতীয় মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা গণমাধ্যমকে বলেন, “জনসাধারণের কাছে স্লোগান দেয়া হয়েছিল যে ‘আচ্ছে দিন’ আসছে। সেই মোদি সরকার এখন ঘৃণা আর সংখ্যালঘু বিদ্বেষী বুলডোজারে পরিণত হয়েছে। নিজেদের ব্যর্থতা থেকে জনগণের মনোযোগ সরাতে সরকার প্রতারণা, মিথ্যা ও ঘৃণার আশ্রয় নিচ্ছে।”

কংগ্রেস বৃহস্পতিবার সরকারের ব্যর্থতার উল্লেখ করে ৮টি পয়েন্ট তুলে ধরেছে।

১. বিজেপি থাকলে মূল্যস্ফীতি আছে। এই সরকার নিজের সুবিধার জন্য জনগণের ওপর কর বাড়াচ্ছে।

২. বিশ্বব্যাংকের রিপোর্ট অনুযায়ী ভারতে বর্তমানে ৪৮ কোটি বেকার এবং ৪২ লাখ সরকারি পদ শূন্য রয়েছে।

৩. জিডিপির বেহাল দশা এবং টাকার পতন অব্যাহত রয়েছে। ৬৬ বছরে দেশ যতটা ঋণ নেয়নি, এই সরকার ৮ বছরে তা নিয়েছে। দেশে রাষ্ট্রায়ত্ত সব কিছু বিক্রি হচ্ছে। জেনারেল সেলে ২৫টি, এয়ারপোর্ট সেলে ২৫টি এবং সব সরকারি বিদ্যুৎ প্রতিষ্ঠান বিক্রি করা হচ্ছে।

৪. গত ৮ বছরে উন্নয়নের বদলে ৩ হাজারের বেশি দাঙ্গা হয়েছে।

৫. এই সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল। উল্টো তাদেরকে শতগুণ কষ্ট দিয়েছে।

৬. চীন বিরোধ; জাতীয় নিরাপত্তা লঙ্ঘন হচ্ছে।

৭. পশ্চাৎপদ থেকে বিচ্ছিন্নতা; সরকার তফসিলি জাতি, উপজাতি, অন্যান্য পিছিয়ে পড়া অংশের মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।

৮. সামরিক বাহিনীর জওয়ানদের স্বার্থে আঘাত করা হচ্ছে।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved