শিরোনাম :
ভিকারুননিসায় আরও ৩৬ ছাত্রীর ভর্তি জালিয়াতির তথ্য ফাঁস গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ জনের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে বাস খাদে পড়ে নিহত ৪৫ রাখাইনে জান্তার আরেক ব্যাটালিয়ন দপ্তর আরাকান আর্মির দখলে বিএনপি নেতারা বহাল তবিয়তে ব্যবসা-বাণিজ্য করছেন: কাদের মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল তরুণের ঘরের কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে শিশুর মৃত্যু বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্যের ডাক বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ ভোট ডাকাত সরকারকে প্রকাশ্যে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায় সঙ্গত: রিজভী চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার আরও কমলো রিজার্ভ ঢাবির বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮.৮৯ শতাংশ

মেডিকেলে ভর্তি পরীক্ষা ১ এপ্রিল, ডেন্টালে ২২ এপ্রিল

  • মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

ঢাকা : সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১ এপ্রিল। এছাড়া ২২ এপ্রিল ডেন্টাল কলেজের বিডিএস ভর্তি পরীক্ষা এবং ১৮ মার্চ বিএসএমএমইউতে পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভা শেষে গণমাধ্যমকে এসব তথ্য জানান বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন। তবে পরিস্থিতি বিবেচনায় তারিখ পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

বিএসএমএমইউ উপাচার্য বলেন, বর্তমানে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। তাই পরিস্থিতি বিবেচনায় তারিখ পরিবর্তন হতে পারে। যদি করোনা পরিস্থিতির উন্নতি হয় তাহলে ১ এপ্রিল মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ডেন্টাল কলেজে পরীক্ষা হবে ২২ এপ্রিল এবং বিএসএমএমইউতে পোস্ট গ্রাজুয়েট পরীক্ষা ১৮ মার্চ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, ভর্তি পরীক্ষার নম্বর, আসন সংখ্যাসহ অন্যান্য সব বিষয় নিয়ে পরবর্তী সভায় আলোচনা করা হবে। এরপর সে অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে, গত ১৭ জানুয়ারি মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সভায় একই সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য শিক্ষা অধিদফতর।

উল্লেখ্য, করোনা অতিমারির মধ্যেও গত বছরের ২ এপ্রিল সারা দেশের ১৯টি কেন্দ্রের ৫৫টি ভেন্যুতে একযোগে ২০২০-২১ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ১৬ হাজারের বেশি শিক্ষার্থী।

 

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved