শিরোনাম :
রাখাইনে জান্তার আরেক ব্যাটালিয়ন দপ্তর আরাকান আর্মির দখলে বিএনপি নেতারা বহাল তবিয়তে ব্যবসা-বাণিজ্য করছেন: কাদের মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল তরুণের ঘরের কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে শিশুর মৃত্যু বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্যের ডাক বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ ভোট ডাকাত সরকারকে প্রকাশ্যে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায় সঙ্গত: রিজভী চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার আরও কমলো রিজার্ভ ঢাবির বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮.৮৯ শতাংশ গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত, আন্দোলনে আমরা বিজয়ী হবো: ফখরুল একনেকে ১১ প্রকল্প অনুমোদন একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

বুবলী খুবই ডেডিকেটেড ও প্যাশনেট : দেবাশীষ

  • মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

বিনোদন ডেস্ক :এবার নির্মাতা দেবাশীষ বিশ্বাসের সিনেমাতে দেখা যাবে হালের অন্যতম জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী বুবলীকে। ‘তুমি যেখানে আমি সেখানে’ শিরোনামের নতুন ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো বুবলীকে নিজের ছবিতে চুক্তিবদ্ধ করেছেন এই নির্মাতা। জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমার সিনেমাটির প্রধান নারী চরিত্রের নাম বিজলী। এই চরিত্রের সঙ্গে বুবলীকে খুব ভালো মানাবে। তাই তার সঙ্গে ছবিটি নিয়ে আলাপ করি। ছবির গল্প ও চরিত্র বুবলীর পছন্দ হয়েছে। আসছে রোজার ঈদের পর ছবির ক্যামেরা ওপেন হবে। আশা করছি আমাদের যাত্রা আনন্দময় ও সফল হবে।’

নায়িকা হিসেবে বুবলীকেই কেন- এমন প্রশ্ন উত্তরে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘আমার বাবা আমাকে একটা কথা বলে গেছেন- যে চরিত্রের জন্য যাকে মানাবে তাকেই ছবিতে নেওয়ার চেষ্টা করবে। তাই আমি দেখলাম ছবিতে যে চরিত্রটা নিয়ে কাজ করবো, সেখানে এই সময়ে যে নায়িকারা কাজ করছেন, তাদের মধ্যে বুবলীকেই ভালো মানাবে। সে শুরু থেকেই ভালো ভালো কাজ করে আসছে। তার বেশ কিছু কাজ দেখা হয়েছে। তাছাড়া বুবলীকে আমি চিনি আরও আগে থেকে, যখন সে খবর পড়তো। সেই হিসেবে তার জার্নিটা আমি কাছ থেকেই দেখেছি। কাজের প্রতি বুবলী খুবই ডেডিকেটেড ও প্যাশনেট। সে বেশ ভালো কিছু কাজও করেছে। ভালোও লেগেছে। তাই সব মিলিয়ে এখন দেখালাম যে, বুবলীকে নিয়ে কাজ করা যায়।’

ছবির নায়ক এখনো চূড়ান্ত হয়নি জানিয়ে দেবাশীষ আরও বলেন, ‘এক সপ্তাহের মধ্যে নায়ক কে হবেন সে বিষয়টিও চূড়ান্ত হবে। আমি যুক্তরাষ্ট্রে একটি শো করতে যাচ্ছি। সেখান থেকে ফিরে এসে নায়ক চূড়ান্ত করবো।’

এদিকে, প্রথমবারের মতো দেবাশীষ বিশ্বাসের ছবিতে কাজ করা নিয়ে দারুণভাবে আশাবাদী নায়িকা বুবলীও। তিনি বলেন, ‘দেবাশীষ বিশ্বাস অনেক জনপ্রিয় একটি নাম সিনেমা ইন্ডাস্ট্রিতে। তার পরিচালনায় প্রথমবার কাজ করতে যাচ্ছি। আশা করছি দর্শকের জন্য উপভোগ্য একটি সিনেমা নিয়ে আসতে পারব আমরা।’

জানা গেছে, ‘তুমি যেখানে আমি সেখানে’ সিনেমাটি তৈরি হবে নীলাঞ্জনা প্রোডাকশনের ব্যানারে। এতে মেকআপের দায়িত্ব পালন করবেন দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস। গান লিখবেন সুদীপ কুমার দীপ, সংগীত পরিচালনায় থাকছেন শ্রী প্রিতম। আবহ সংগীতে থাকবেন ইমন সাহা। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর, আফজাল শরীফ, কাবিলা, রেবেকা, শাহিন খান, চিকন আলী, হারুন কিসিঞ্জার, নাসিম শরীফসহ আরও অনেকে।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved