শিরোনাম :
রাখাইনে জান্তার আরেক ব্যাটালিয়ন দপ্তর আরাকান আর্মির দখলে বিএনপি নেতারা বহাল তবিয়তে ব্যবসা-বাণিজ্য করছেন: কাদের মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল তরুণের ঘরের কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে শিশুর মৃত্যু বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্যের ডাক বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ ভোট ডাকাত সরকারকে প্রকাশ্যে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায় সঙ্গত: রিজভী চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার আরও কমলো রিজার্ভ ঢাবির বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮.৮৯ শতাংশ গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত, আন্দোলনে আমরা বিজয়ী হবো: ফখরুল একনেকে ১১ প্রকল্প অনুমোদন একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রশাসনের শীর্ষ ১২ পদ অদল বদল

  • বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

ঢাকা: সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে বদলি করা হয়েছে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ মোশাররফ হোসেনকে করা হয়েছে সিলেটের বিভাগীয় কমিশনার।

৯ সচিব সহ প্রশাসনের শীর্ষ ১২ পদের দায়িত্বে অদল বদল এনেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার চারটি পৃথক প্রজ্ঞাপনে নতুন এ দায়িত্ব বণ্টনের কথা জানানো হয়।

এর মধ্যে সাত কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সচিব পদমর্যাদায় বিভিন্ন দায়িত্ব দেয়া হয়েছে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান অমিতাভ সরকারকে পদোন্নতি দিয়ে আনা হয়েছে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে।

পদোন্নতি পেয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহনাজ আরেফিন এসেছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিবের দায়িত্বে। কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক আবু হেনা মোরশেদ জামান পদোন্নতি পেয়ে হয়েছেন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব।

এ ছাড়া ঢাকার বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে পদোন্নতি দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী এনামুল হাসান পদোন্নতি পেয়ে ধর্ম মন্ত্রণালয়ের সচিব হয়েছেন। আর বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সোলেমান খানকে পদোন্নতি দিয়ে আনা হয়েছে ভূমি সংস্কার বোর্ডের সচিবের দায়িত্বে।

এর পাশাপাশি তিন সচিবের দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে। বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তীকে করা হয়েছে পরিকল্পনা বিভাগের সচিব। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মুহাম্মদ

ইয়ামিন চৌধুরীকে করা হয়েছে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেনকে বদলী করা হয়েছে বাংলাদেশ ট্রেড ও ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে।

এদিকে, সিলেটের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমানকে বদলি করা হয়েছে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ মোশাররফ হোসেনকে করা হয়েছে সিলেটের বিভাগীয় কমিশনার।

আর স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মোখলেছুর রহমান সরকারকে কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক করা হয়েছে।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved