শিরোনাম :
নাগরপুরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা ক্ষুদ্র ঋণের অতিরিক্ত সুপারভিশন চার্জ ফেরত দেওয়ার নির্দেশ চার ঘণ্টা পর ব‌গি উদ্ধার, ট্রেন চলাচল স্বাভা‌বিক রাজধানীতে কিশোর গ্যাংয়ের লিডারসহ ২০ সদস্য আটক, অস্ত্র উদ্ধার পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের ব‌গি লাইনচ্যুত, উত্তরবঙ্গের স‌ঙ্গে ঢাকার রেল‌ যোগাযোগ বন্ধ তথ্য চাইতে গিয়ে সাংবাদিকরা যাতে হেনস্তার শিকার না হয়: তথ্য প্রতিমন্ত্রী ফুলের মালা কখনো কখনো ফাঁসির দড়িও হতে পারে: দুদু এমভি আব্দুল্লাহ উদ্ধারে সোমালিয়া পুলিশ ও আন্তর্জাতিক নৌবাহিনীর প্রস্তুতি বিএনপি নয়, আওয়ামী লীগই পরাজিত হয়েছে : মজনু ধর্ষণকাণ্ডে জাবি প্রক্টরের পদত্যাগ পিকআপ-লেগুনা সংঘর্ষে প্রাণ গেলো একই পরিবারের ৫ জনের লঙ্কানদের বধ করে সিরিজ জয় বাংলাদেশের রমজানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে জাতিসংঘে মুসলিমবিরোধী সহিংসতার নিন্দা জানিয়ে প্রস্তাব পাস জিম্মি জাহাজ এমভি আবদুল্লায় বিস্ফোরণের শঙ্কা!

পি কে হালদারকে অর্থপাচারে সহায়তা করেছে সরকার : মোশাররফ

  • সোমবার, ১৬ মে, ২০২২

ঢাকা: প্রশান্ত কুমার (পি কে) হালদারের শতকোটি টাকা পাচারে সরকারের উচ্চ পর্যায় থেকে সহায়তা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘পিকে হালদারের প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতে সরকার দলীয়দের হাত রয়েছে। তা না হলে একজন ব্যক্তির পক্ষে এই বিপুল অর্থ পাচার সম্ভব নয়।’

সোমবার (১৬ মে) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে গণতন্ত্র ফোরাম এর উদ্যোগে ‘চলমান সংকট নিরসনে নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘আমরা দাবি করছি শুধু পি কে হালদার নয়, যারা তার অর্থপাচারে সহযোগী ছিলেন তাদেরও আইনের আওতায় আনতে হবে। পি কে হালদারের প্রভুদের জনগণের সামনে প্রকাশ করতে হবে। তারপরও প্রশ্ন থাকে পিকে হালদার কি একজন? সরকার একজন পি কে হালদারকে জনগণের সামনে দেখাচ্ছে, যাতে আমরা বলি সরকার পাচারকারীদের ধরছে।’

সরকারের ইভিএম এ নির্বাচনের পরিকল্পনার সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জনগণ আওয়ামী লীগ এর বিগত দুই নির্বাচনের যে কৌশল এটা জনগণের কাছে প্রকাশ পেয়ে গেছে। এখন নতুন কৌশল হচ্ছে ইভিএম। অনেক উন্নত দেশে যেখানে ইভিএম পদ্ধতি চালু করেছিলো, সেগুলোতে আইন করে বাতিল করা হয়েছে। আর আমাদের এখানে ঘুম নেই তাদের। আমাদের দেশের মানুষ ভোট দিতে নিজেই যেতে পারে না অথচ এখন ইভিএম এ ভোট দিবে।

গণতন্ত্র ফোরামা সভাপতি ভি.পি ইব্রাহীম এর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন বিএন‌পির চেয়ারপারস‌নের উপ‌দেষ্ঠা জয়নুল আবদীন ফারুক, নির্বাহী ক‌মি‌টির সদস‌্য আবু না‌সের মো. রহমতুল্লাহ প্রমুখ।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved