শিরোনাম :
ঢাবির বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮.৮৯ শতাংশ গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত, আন্দোলনে আমরা বিজয়ী হবো: ফখরুল একনেকে ১১ প্রকল্প অনুমোদন একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত গাজার বর্বরতাকে ইসরায়েলি ‘গণহত্যা’ বলায় জাতিসংঘের দূতকে হুমকি শহরের চেয়ে গ্রামে বিয়ে-তালাক বেশি যুক্তরাজ্যে ৮০ লাখ মানুষের চাকরি হারানোর শঙ্কা টেকনাফ থেকে আবারও ৮ জনকে অপহরণ যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার অস্বাস্থ্যকর বাতাস নিয়ে ঢাকা আজ তৃতীয় অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের গাজায় নিহত বেড়ে ৩২ হাজার ৪৯০ বাংলাদেশে মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে সমর্থন অব্যাহত থাকবে: ম্যাথিউ মিলার

ঝগড়া থামাতে এসে প্রাণ গেলো যুবকের

  • শুক্রবার, ২০ মে, ২০২২

সাভার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে মাটির ব্যবসা নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে লাগা ঝগড়া থামাতে এসে ফরহাদ হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মো. জাকারিয়া (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের গাঙ্গুটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মো. জাকারিয়া ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই গ্রামের মজিবর রহমানের ছেলে। নিহত যুবক ফরহাদ হোসেন (৪৫) একই এলাকার মো. দলিল উদ্দিন ধলুর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজিখালি নদীর গাঙ্গুটিয়া এলাকায় মাটি খনন নিয়ে একই ইউনিয়নের অর্জুন নালাই এলাকার জাকারিয়া ও কাওয়ালীপাড়া গ্রামের মতিয়ার রহমানের মধ্যে বিরোধ চলে আসছিলো। আজ সন্ধ্যায় মতিয়ার গাঙ্গুটিয়া বাজার এলাকায় আসলে খবর পেয়ে দলবলসহ এসে অভিযুক্ত জাকারিয়া তাকে রড দিয়ে এলোপাথাড়ি পেটাতে থাকে। এসময় পাশে থাকা ফরহাদ এই মারামারি থামাতে আসলে ধাক্কাধাক্কির মাঝখানে পড়লে মারা যায় সে। পরে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ধামরাই থানার কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফয়েজ উদ্দিন বলেন, খবর পেয়ে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছেন। ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved