শিরোনাম :
বিএনপি নেতারা বহাল তবিয়তে ব্যবসা-বাণিজ্য করছেন: কাদের মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল তরুণের ঘরের কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে শিশুর মৃত্যু বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্যের ডাক বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ ভোট ডাকাত সরকারকে প্রকাশ্যে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায় সঙ্গত: রিজভী চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার আরও কমলো রিজার্ভ ঢাবির বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮.৮৯ শতাংশ গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত, আন্দোলনে আমরা বিজয়ী হবো: ফখরুল একনেকে ১১ প্রকল্প অনুমোদন একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত গাজার বর্বরতাকে ইসরায়েলি ‘গণহত্যা’ বলায় জাতিসংঘের দূতকে হুমকি

জন্মদিনের কথা বলে বনানীতে বিএনপি নেতাদের ‘গোপন মিটিং’!

  • মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩

ঢাকা: রাজধানীর বনানী ক্লাবে জন্মদিনের অনুষ্ঠান পালনের কথা বলে বিএনপির ৫৪ নেতাকর্মী একত্রিত হয়েছিলেন। তবে সেখানে তারা কোনো জন্মদিনের অনুষ্ঠান পালন করছিলেন না। বরং তারা মিলিত হয়েছিলেন গোপন রাজনৈতিক মিটিং করার জন্য। এছাড়া তাদের এ মিটিংয়ে ‘রাষ্ট্রবিরোধী পরিকল্পনা হয়ে থাকতে পারে’ বলেও ধারণা করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া বিএনপির ৫৪ নেতাকর্মীর বিরুদ্ধে ডিএমপির বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। সেই মামলায় আসামিদের দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ডিবি আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে গোপন মিটিংয়ে তারা কী পরিকল্পনা করছিলেন। এছাড়া রাষ্ট্রের বিরুদ্ধে তারা কোনো পরিকল্পনা করছিলেন কি না— তাও জানার চেষ্টা করবে ডিবি।

জানা গেছে, গ্রেপ্তার হওয়া ৫৪ জন মুন্সীগঞ্জের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা বিএনপির নেতাকর্মী।

তারা হলেন- মো. মমিন আলী (৭০), মো. তৈয়ব আলী (৪৬), মো. কামাল উদ্দিন চৌধুরী ওরফে সেলিম (৫৪), রাজু আহাম্মাদ (৪২), আব্দুল খালেক সিকদার (৬৭), মো. আলতাফ হোসেন ওরফে মন্টু (৬২), মো. মঞ্জুর হোসেন (৫১), মো. আব্দুল কুদ্দুস ওরফে ধীরন (৭২), মো. দেলোয়ার মোল্লা (৬৩), মো. মহিউদ্দিন আহম্মেদ (৫০), মো. ফরহাদ হোসেন (৬২), মো. মাইনুল ভুইয়া (৪৮), মো. মনির হোসাইন (৫২), মো. নাফিজ খান (৫৪), মো.আব্দুল কাদের খান (৬০), মো. দেলোয়ার হোসেন (৬০), মাসুদ সিদ্দিকী (৫৩), কাজী কামরুজ্জামান (৪৬), মো. শাহ আলম (৫৮), ফাইজুল ইসলাম লিটন (৫৬), আবুল কালাম আজাদ (৫৭), খলিলুর রহমান (৫৫), পিয়ার আলী মোল্লা (৬৭), মো. হামিদুল হক (৬৪), মো. জহির উদ্দিন বাবুল মাঝি (৬৪), আব্দুল হাই তালুকদার (৭৩), মো. মহি উদ্দিন (৫৬), আল আমিন চৌধুরী প্রিন্স (৫৩), মো. সেলিম ভূইয়া (৫৫), মোজাহিদুল ইসলাম (৫৯), মো. জসিম উদ্দিন খাঁন (৫৭), শেখ আলাউদ্দিন (৫৩), মো. মজিবুর রহমান খাঁন (৬৬), খায়রুল আলম (৬৩), মো. কামরুল হাসান (৫৭), মো.ওমর ফারুক (৪১), আব্দুল্লাহ চৌধুরী অদিত্য (৩০), মো. সাইফুল ইসলাম (৪৯), এইচএম রিয়াজুল ইসলাম (৩২), মো. গিয়াস উদ্দিন মোল্লা (৫১), আসাদুজ্জামান ভূইয়া (৩০), মো. হিমেল মল্লিক (৩০), মো. রাকিব মোল্লা (৩০), মো. আওলাদ হোসেন মোল্লা (৫৭), মো. মাহমুদুল হাসান টিটু (৪৫), আব্দুল মান্নান (৫৩), মো. দেলোয়ার হোসেনে ভূইয়া (৬৪), মোজ্জামেল হাওলাদার (৫৮), মো. আব্দুল মতিন আজাহারী (৫৩), মো.আলী আনসার মোল্লা (৫১), মো. জায়েদুল ইসলাম (৫৫), মো. ফজলুর রহমান ভ্ইূয়া (৬০), আজিজুল হক খান (৫৯) ও ওমর ফারুক মৃধা (৬৫)।

ডিবি সূত্রে জানা গেছে, রোববার রাতে কর্তৃপক্ষকে জন্মদিনের অনুষ্ঠান পালনের কথা বলে বিএনপির ৫৪ নেতাকর্মী বনানী ক্লাবে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। কিন্তু আসলে সেখানে কোনো জন্মদিনের অনুষ্ঠান পালন করা হচ্ছিল না। তারা গোপন রাজনৈতিক মিটিংয়ে মিলিত হয়েছিলেন।

মিটিংয়ে বিএনপির নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী পরিকল্পনা করছেন বলে গোপন সংবাদ পায় ডিবি। সেই সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ১টার দিকে বনানী ক্লাব থেকে তাদের গ্রেপ্তার করে ডিবির গুলশান বিভাগ।

এ বিষয়ে ডিবি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার রিফাত রহমান শামীম বলেন, এটি একটি ক্লাব এবং রাজধানীর অভিজাত এলাকা। ক্লাবে তো রাজনৈতিক কর্মকাণ্ড হয় না। তবে তারা সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড করছিলেন। জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে তারা ক্লাবে যান। কিন্তু আসলে সেখানে জন্মদিনের কোনো অনুষ্ঠান ছিল না। মিথ্যা কথা বলে তারা রাজনৈতিক মিটিং করছিলেন।

আসামিদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত দুই দিনের রিমান্ড দিয়েছেন। আমরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করব যে তারা কী নিয়ে আলোচনা করছিলেন এবং তাদের উদ্দেশ্যে কী ছিল?

রোববার (১৯ মার্চ) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বনানী ক্লাব থেকে মুন্সীগঞ্জ বিএনপির ৫৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগ। গ্রেপ্তারের পর সোমবার (২০ মার্চ) তাদের বিরুদ্ধে বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। পরে আদালত ডিবির আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved