শিরোনাম :
রাখাইনে জান্তার আরেক ব্যাটালিয়ন দপ্তর আরাকান আর্মির দখলে বিএনপি নেতারা বহাল তবিয়তে ব্যবসা-বাণিজ্য করছেন: কাদের মেহেদির রং শুকানোর আগে প্রাণ গেল তরুণের ঘরের কাজে ব্যস্ত মা, পানিতে ডুবে শিশুর মৃত্যু বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্যের ডাক বিশ্বে প্রতিদিন ১০০ কোটি টন খাবার নষ্ট হয় : জাতিসংঘ ভোট ডাকাত সরকারকে প্রকাশ্যে সমর্থনকারী দেশের পণ্য বর্জন ন্যায় সঙ্গত: রিজভী চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে শুক্রবার আরও কমলো রিজার্ভ ঢাবির বিজ্ঞান ইউনিটে পাসের হার ৮.৮৯ শতাংশ গণতন্ত্রের আন্দোলন ন্যায়সঙ্গত, আন্দোলনে আমরা বিজয়ী হবো: ফখরুল একনেকে ১১ প্রকল্প অনুমোদন একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আ.লীগের কোনো জনভিত্তি নেই : মির্জা আব্বাস

  • বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা নিয়েও আওয়ামী লীগ ভয়ে ভীত হয়ে পড়েছে। কারণ, তাদের কোনো জনভিত্তি নেই। ভোট চুরি করে জোর করে ক্ষমতায় আছে তারা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় মির্জা আব্বাস অবিলম্বে সরকারকে গণদাবি মেনে পদত্যাগ করে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান। অন্যথায় গণআন্দোলনে সরকারের পতন ঘটবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সভাপতির বক্তব্যে মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, শেখ হাসিনা বলেছেন- আমরা বিদ্যুতে আর ভর্তুকি দেব না। আমরা বলছি- আপনারা দুর্নীতি বন্ধ করেন, তাহলে আর ভর্তুকি দিতে হবে না। আপনাদের দুর্নীতি-লুটপাটের কারণেই জনগণ চরম ভোগান্তিতে আছে।

তিনি আরও বলেন, জনগণের দাবি নিয়ে আমরা রাজপথে আছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় এতে দক্ষিণের যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ইউনুস মৃধা, সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ বক্তব্য দেন।

এদিকে সরকারের হটানোর আন্দোলনের অংশ হিসেবে ১০ দফা দাবি আদায়ে আগামী বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীতে ফের পদযাত্রার কর্মসূচি পালন করবে মহানগর দক্ষিণ বিএনপি। দুপুর ২টায় মতিঝিলের টিকাটুলি মোড়ে ব্রাদার্স ক্লাবের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়ে শাপলা চত্বর-আরামবাগ-ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে।

মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালামের সভাপতিত্বে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানিয়েছেন।

এ ছাড়া আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর বিএনপি রাজধানীতে পদযাত্রার কর্মসূচি পালন করবে। এর আগে গত ২৮ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানীতে চারদিনের পদযাত্রার কর্মসূচি পালন করে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved