স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১৯ ওভারে ৯২ রানে অলআউট করে দিল কলকাতা নাইট রাইডার্স।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের ৩১তম ম্যাচে টস জিতে ব্যাটিং নেমেই বিপর্যয়ে পড়ে যায় বেঙ্গালুরু।
ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন অধিনায়ক বিরাট কোহলি। প্রসিদ কৃষ্ণার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন অধিনায়ক বিরাট কোহলি।
দলীয় ৪১ রানে ফেরেন আরেক ওপেনার ডেবুট পাদিক্কল। এরপর সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ১৯ ওভারে ৯২ রানে অলআউট হয় বেঙ্গলুরু।
দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন ওপেনার ডেবুট পাদিক্কল। ১৬ রান করেন শ্রীকর ভারত। ১২ রান করেন হার্সেল প্যাটেল। ১০ রান করেন গ্লেন ম্যাক্সওয়ল। বিরাট কোহলিসহ বাকি ৭ ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি।
প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে কলকাতাকে অবশ্যই জিততে হবে।