ঢাকা: পাঁচটি জেলা শাখা ও দুটি মহানগরে নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই কমিটির অনুমোদন দেন।
কমিটিগুলো হলো- ঢাকা বিভাগের অধীন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। গাজীপুর মহানগর শাখা ৭ সদস্য বিশিষ্ট কমিটি।
এছাড়া গাজীপুর জেলা শাখা ৬ সদস্য, নারায়ণগঞ্জ জেলা শাখা ৯ সদস্য, নারায়ণগঞ্জ মহানগর শাখা ৬ সদস্য, মুন্সিগঞ্জ জেলা শাখা ৫ সদস্য, মানিকগঞ্জ জেলা শাখা ৫ সদস্য, নরসিংদী জেলা শাখার ৫ সদস্য আংশিক কমিটি গঠন করা হয়েছে।