ঢাকা : যেসকল মোটরাযানে এখনও নম্বরপ্লেট সংযোজন করেননি মোটর মালিক, সেসব মোটরযান মালিককে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট বিআরটিএ অফিস থেকে নম্বরপ্লেট সংযোজন করে নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে বিআরটিএ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) এক জরুরী বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়।
জরুরী বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, মোটরযানে নম্বরপ্লেট সংযোজনের জন্য মোবাইলে এসএমএস প্রেরণ করা হলেও নম্বরপ্লেট মোটরযানে সংযোজন করা হচ্ছে না। যে সকল মালিক মোটরযানে নম্বরপ্লেট এখনও সংযোজন করেননি, সেসকল মোটরযান মালিককে আগামী ৩১ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট বিআরটিএ অফিস থেকে নম্বরপ্লেট সংযোজন করে নেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করেছে বিআরটিএ। অন্যথায়, রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগবিহীন মোটরযানের মালিক ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয় বিআরটিএর বিজ্ঞপ্তিতে।
প্রসঙ্গত, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরযানে রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট এবং রেডিও ফ্রিকুয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) ট্যাগ সংযোজন কার্যক্রম গত ২০১২ সালের ৩১ অক্টোবর হতে চালু আছে।