আন্তর্জাতিক ডেস্ক: ১৫ বছরের এক কিশোরীকে টানা নয় মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে ২৯ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে দু’জন আবার অপ্রাপ্ত বয়স্ক।
ভারতের মহারাষ্ট্রে এই নারকীয় ঘটনা ঘটে।
সংবাদ প্রতিদিনের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত টানা নির্যাতনের শিকার হতে হয়েছে ওই কিশোরীকে। এমন অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে পুলিশের কাছে দ্বারস্থ হন তিনি।
বর্ণনা দিয়েছেন নারকীয় সেই নির্যাতনের, নাম বলেছেন ২৯ জনের। এমন অভিযোগে নড়েচড়ে বসে পুলিশ। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ২৩ জনকে।
পুলিশকে ওই কিশোরী জানিয়েছে, জানুয়ারিতে ওই কিশোরীর এক বন্ধু তাকে ধর্ষণ করে সেটা ভিডিও করে রাখে। পরে সেই ভিডিও সে অন্যদের পাঠায়।
তখন অন্য অভিযুক্তরাও ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে একে একে ধর্ষণ করতে থাকে নির্যাতিতাকে। যা চলতে থাকে দীর্ঘ ৯ মাস।
ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল। যেসব স্থানে তাকে নির্যাতনের শিকার হতে হয়েছে সেই সব স্থানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।