শিরোনাম :
স্বাধীনতার নামে সাংবাদিকতা নিয়ে রাজনীতি করা উচিত নয়: তথ্যমন্ত্রী তিন মাসে নির্যাতন ও হয়রানির শিকার ৫৬ সাংবাদিক : আসক দুই হেলিকপ্টার বিধ্বস্তেও ঘটনায় ৯ মার্কিন সেনা নিহত যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : শিক্ষামন্ত্রী মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার আহ্বান খাবারের বিনিময়ে উত্তর কোরিয়ার অস্ত্র চায় রাশিয়া: যুক্তরাষ্ট্র ভারতে পাচারের সময় ৪০ হাজার ডলার জব্দ মধ্যপ্রদেশে মন্দিরে কূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত চালু হলো মেট্রোরেলের সব স্টেশন জাল নোট চেনার সহজ উপায় ফের বাড়ছে ব্রয়লার মুরগির দাম রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৪ গভীর রাতে বাড়ি ফিরেছে রাজধানীতে নিখোঁজ চার বান্ধবী বিশ্বজুড়ে করোনায় আরও ৪৮৫ জনের মৃত্যু, কমেছে শনাক্ত পর্ন তারকার মুখ বন্ধ রাখতে অর্থপ্রদানের মামলায় ট্রাম্প অভিযুক্ত

২০ মাঝিমাল্লাসহ ৩ টি ট্রলার নিয়ে গেছে মিয়ানমার

  • বুধবার, ১০ নভেম্বর, ২০২১

কক্সবাজার: টেকনাফে ফেরার পথে সেন্টমার্টিনের কাছাকাছি এলাকা থেকে মাঝিমাল্লাসহ তিনটি ট্রলার নিয়ে গেছে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা।

সোমবার (৮ নভেম্বর) বিকেলে বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে টেকনাফে ফেরার পথে সেন্টমার্টিনের কাছাকাছি এলাকা থেকে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়। তবে স্থানীয় প্রশাসন ও বিজিবি বিষয়টি নিশ্চিত করেনি।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ট্রলারসহ ওই মাঝিমাল্লাদের ছেড়ে দেওয়া হয়নি বলে জানা গেছে।

ট্রলার মালিকরা জানান, দুই দিন আগে টেকনাফের সৈয়দ বলি, মো. সালমান ও বদি আলম বদিয়ার মালিকাধীন ট্রলারগুলো সাগরে মাছ শিকারে যায়। বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে সেন্টমার্টিনের কাছাকাছি থেকে মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা ছোট ট্রলারে এসে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের ট্রলারসহ ধরে নিয়ে যান। তিনটি ট্রলারে ২০ জনের বেশি মাঝিমাল্লা রয়েছেন।

টেকনাফ বোট মালিক সমিতির সভাপতি আবদুল জলিল জানান, বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে তাদের ঘাটের তিনটি ট্রলার মিয়ানমার নৌবাহিনী ধরে নিয়ে গেছে। এখনও ট্রলারগুলোর কোনো খোঁজখবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, মাঝিমাল্লাসহ ট্রলারগুলো নিয়ে যাওয়ার খবর শুনেছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ব্যাপারে ট্রলার মালিক কর্তৃপক্ষ যোগাযোগ করেনি বলে জানান তিনি।

এ বিষয়ে টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের উপ-পরিচালক লেফটেন্যান্ট এম মুহতাসিম বিল্লাহ শাকিল বলেন, ট্রলার ধরে নিয়ে যাওয়ার বিষয়টি কেউ আমাদেরকে জানায়নি।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved