শিরোনাম :
পিয়াজের দাম বাড়ছে মিনিটে মিনিটে গাজার ১০৪ মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল ‘খুব অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে দূষণে শীর্ষে ঢাকা ‘ইসরায়েলে কোনো জাহাজ যেতে দেব না’, হুথির হুঁশিয়ারি বিশ্ব মানবাধিকার দিবস আজ সাঁকো থেকে পড়ে তরুণের মৃত্যু নিউজিল্যান্ডের কাছে হেরে সিরিজ ড্র করল টাইগাররা ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই প্রার্থিতা ফিরে পেতে ও বাতিলে ইসিতে ৫৬১ আপিল ‘আ.লীগের লুটপাট-দুর্নীতির কারণে দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি’ গাজায় যুদ্ধবিরতি চায় শতাধিক দেশ মেক্সিকোতে সন্ত্রাসী-গ্রামবাসীর সংঘর্ষে ১১ জন নিহত জনগণ সরকারের নির্বাচনী নাটক রুখে দিবে : সেলিমা রহমান ৯০ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞা মতিঝিল ও রামপুরায় জামায়াতের বিক্ষোভ মিছিল

২০২৫ সালে রেকর্ড ৫ লাখ অভিবাসী নেবে কানাডা

  • বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : কানাডা শ্রম ঘাটতি পূরণে ২০২৫ সালের মধ্যে রেকর্ড ১৪ লাখ ৫০ হাজার অভিবাসী নেওয়ার লক্ষ্য নির্ধারণ করছে। বুধবার (২ নভেম্বর) ওয়াশিংটন পোস্ট থেকে এ তথ্য জানা যায়।

মঙ্গলবার (১ নভেম্বর) কানাডার অভিবাসনমন্ত্রী শন ফ্রেজার এক সংবাদ সম্মেলনে বলেন, করোনা মহামারী পর তীব্র শ্রমিক সংকটে পড়েছে কানাডা। তাই সংকট মোকাবেলায় আগামী ২০২৫ সালে রেকর্ড সংখ্যক অভিবাসীকে কানাডায় স্থায়ীভাবে বসবাসের জন্য পরিকল্পনা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালে কানাডা চার লাখ ৬৫ হাজার নতুন অভিবাসীকে নেওয়া হবে। যা ২০২৫ সালে বেড়ে পাঁচ লাখে পৌঁছোবে৷ এছাড়াও গত এক বছরে চার লাখ পাঁচ হাজার অভিবাসী নেওয়া হয়েছে।

যদিও কানাডা সরকার এর আগে বলেছিল, তারা সরকারি সহায়তা পায় এমন শরণার্থীদের সংখ্যা প্রায় এক তৃতীয়াংশ কমিয়ে আনবে। যা ২০২৩ সালে ২৩,৫৫০ থেকে ২০২৫ সালে ১৫,২৫০ এ দাঁড়াবে৷

তবে ২০১৫ সালে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুড ক্ষমতা গ্রহণের পর অভিবাসীদের স্বাগত জানানোর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। এ বছর দেশটি চার লাখ ৩১ হাজার অভিবাসীকে স্বাগত জানানোর পরিকল্পনা করেছিল। বর্তমানে দেশটি যে পথে রয়েছে তাতে তারা ওই লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে।

গত কয়েক বছরে কানাডা তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ব্যবসাখাত এবং স্বাস্থ্যখাতের মত জায়গায় দক্ষ শ্রমিকের তীব্র অভাব।

সেখানে অতি সম্প্রতি পাওয়া তথ্যানুযায়ী গত অগাস্ট মাসে দেশটিতে নয় লাখ ৫৮ হাজার ৫০০টি পোস্ট খালি পড়ে ছিল। আর দেশটিতে মোট বেকারের সংখ্যা প্রায় ১০ লাখ।

ওইসব বেকারদের অধিকাংশই হয় অদক্ষ বা দেশের এমন অঞ্চলে বসবাস করেন যেখানে তাদের কাজের সুযোগ কম। ফলে তারা খালি পড়ে থাকা পদে কাজ করতে পারছেন না।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved