ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ১ অক্টোবর। বুধবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় পরীক্ষার তারিখ পুনঃনির্ধারণের বিষয়টি সর্বসম্মতিক্রমে সুপারিশ করেছে বিভিন্ন অনুষদের ডিনরা।
পুনঃনির্ধারিত তারিখ অনুযায়ী ১ অক্টোবর বিজ্ঞান অনুষদ (ক ইউনিট), ২ অক্টোবর কলা অনুষদ (খ ইউনিট), ২২ অক্টোবর ব্যবসায় শিক্ষা অনুষদ (গ ইউনিট) এবং ২৩ অক্টোবর সামাজিক বিজ্ঞান (ঘ ইউনিট) পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ চারুকলা অনুষদের পরীক্ষা (চ ইউনিট সাধারণ) ৯ অক্টোবর হবে। এর আগে ৩১ জুলাই থেকে ভর্তি পরীক্ষা শুরুর কথা জানানো হয়েছিল।
অধিভুক্ত কলেজে ভর্তি পরীক্ষার তারিখ
অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর বিজ্ঞান, ৩০ অক্টোবর কলা এবং সামাজিক বিজ্ঞান এবং ৫ নভেম্বর ব্যবসায় বিভাগ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগেও ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করে করোনা পরিস্থিতির জন্য দুই বার তারিখ পুন: নির্ধারণ করেছিল কর্তৃপক্ষ৷