বগুড়া : বগুড়া সদর জেলার কাটনার পাড়া এলাকার আব্দুল কুদ্দুস খলিফার ছেলে জাহিদ হোসেন খলিফা। অর্থ আত্মসাৎ মামলার ১০ বছরের জেল হয়েছে। সাজাপ্রাপ্ত হওয়ার পরে দেশের বিভিন্ন এলাকায় ছদ্মনামে পালিয়ে বেড়াচ্ছিলন।
সাজাপ্রাপ্ত আসামিকে কক্সবাজারের টেকনাথ থেকে গ্রেফতার করেছে র্যাব-১৫। বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় টেকনাফ র্যাব-১৫ ক্যাম্পের ইনচার্জ লেফটেনেন্ট কমান্ডার মাহবুব রহমান চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এসময় তিনি বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর একটি দল কক্সবাজারের সদর কলাতলী সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার জাহিদ ১০ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ছদ্মনামে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন।
লেফটেনেন্ট কমান্ডার মাহবুব রহমান আরও বলেন, জাহিদ হোসেনের বিরুদ্ধে দুই কোটি টাকা আত্মসাৎসহ আটটি মামলা আছে। এর মধ্যে আত্মসাৎ মামলায় তার ১০ বছরের কারদণ্ডাদেশ দেন বগুড়ার আদালত। গ্রেফতার জাহিদকে বগুড়া জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।