শিরোনাম :
এ বছর ডেঙ্গুতে মৃত্যু ৯শ ছাড়াল বাংলাদেশে ভিসানীতিতে যুক্ত হবে গণমাধ্যমও : পিটার হাস শুধু আমেরিকা নয়, দেশের মানুষও আ.লীগ সরকারকে স্যাংশন দিয়েছে: ফখরুল ‘নির্বাচন ঘিরে সব পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত বিজিবি’ খালেদা জিয়ার কিছু হলে দায় সরকারকেই বহন করতে হবে: যুবদল সভাপতি সূচকের সাথে কমেছে লেনদেনও ৩ সন্তানকে নিয়ে মায়ের বিষপান, সন্তানদের মৃত্যু ‘আদালতের অনুমতি ছাড়া বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয়’ কোনো একটি নীতি নিয়ে পুলকিত হওয়ার কোনো কারণ নেই: তথ্যমন্ত্রী মার্কিন ভিসা নিষেধাজ্ঞা: দেশজুড়ে তোলপাড় ‘প্রেসক্রিপশন পয়েন্টে অভিযানের নেপথ্যে মন্ত্রীর ছেলে’ এলপিজির দাম বেশি নিলে প্রয়োজনে লাইসেন্স বাতিল খালেদা জিয়াকে বিদেশে নিতে নতুন আবেদন চাওয়া অমানবিক চমক আসছে গণপরিবহনে শিখ নেতা হত্যার তদন্ত নিয়ে ভারতকে যা বলল যুক্তরাষ্ট্র

১০ দেশের রাষ্ট্রদূতকে ডেকে পাঠাল তুরস্ক

  • বুধবার, ২০ অক্টোবর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কে কারাবন্দি নাগরিক সমাজের নেতা ওসমান কাভালার মুক্তি দাবি করেছিলেন যুক্তরাষ্ট্র, জার্মানিসহ ১০ দেশের রাষ্ট্রদূত। এর পরই ওই রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে তুরস্ক। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

২০১৩ সালের সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০১৭ থেকে ওসমান কাভালা জেলে বন্দি। অভিযোগ রয়েছে ২০১৬ সালে তিনি ব্যর্থ সামরিক অভ্যুত্থানকেও সমর্থন করেছিলেন। তবে, ৬৪ বছর বয়সি কাভালা এ সব অভিযোগ অস্বীকার করেছেন। সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।

গত সোমবার কানাডা, যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে ও সুইডেনের রাষ্ট্রদূতেরা একটি বিবৃতি দেন। সেখানে ওসমান কাভালার মামলায় ‘দ্রুত ও ন্যায়বিচার’-এর দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইচ্ছাকৃতভাবে বিচার প্রক্রিয়া বিলম্বিত করা হচ্ছে। এর ফলে তুরস্কের বিচারব্যবস্থার স্বচ্ছতা, গণতন্ত্র এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা আছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে।’

তুরস্ককে বলা হয়েছে, তারা যেন কাউন্সিল অব ইউরোপের রায় মেনে নেয়। তুরস্ক ১৯৫০ সালে এ মানবাধিকার সংগঠনে যোগ দিয়েছিল।

কাউন্সিল অব ইউরোপ বলেছে, আগামী ৩০ নভেম্বর তাদের পরবর্তী বৈঠকের আগে ওসমান কাভালাকে মুক্তি না দিলে, তারা তুরস্কের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলবে এবং ব্যবস্থা নেবে।

এ বিষয়ে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘কোনো চলতি মামলায় রাষ্ট্রদূতেরা সুপারিশ দেবেন—এটা মেনে নেওয়া যায় না।’

এ ছাড়া তিনি টুইট করে বলেছেন, ‘আপনারা যে প্রস্তাব দিয়েছেন, তাতে আপনারা গণতন্ত্র ও আইন কতটা বোঝেন, তা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে।’

কাভালা একজন ব্যবসায়ী। তিনি চার বছর ধরে কারাবন্দি। কিন্তু, তার কোনো শাস্তি ঘোষণা হয়নি। ইউরোপীয় কোর্ট অব হিউম্যান রাইটস তাকে মুক্তি দিতে বলার পরেও কোনো কাজ হয়নি।

২০১৩-এর সরকারবিরোধী আন্দোলনে জড়িত থাকা সংক্রান্ত অভিযোগ থেকে গত বছর কাভালা মুক্তি পান। কিন্তু, চলতি বছরে পুরোনো রায় বদলে দেয় আদালত। এর সঙ্গে ২০১৬ সালের ব্যর্থ অভ্যুত্থানে তার জড়িত থাকার অভিযোগও সামনে আনা হয়। এখন তারই বিচার চলছে।

ওসমান কাভালা সংখ্যালঘু অধিকারের সমর্থক এবং তিনি সাংস্কৃতিক বহুত্ববাদে বিশ্বাসী। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের অভিযোগ—কাভালা মার্কিন ধনকুবের জর্জ সোরোসের হয়ে তুরস্কে কাজ করেন। এই ধনকুবের বিভিন্ন দেশে ঝামেলা পাকান বলে এরদোয়ানের অভিযোগ।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved