ঢাকা: কওমি মাদরাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের নেতা মুফতি রিজওয়ান রফিকীকে গ্রেফতার করেছে গোয়েন্দা
(ডিবি) পুলিশের মতিঝিল বিভাগের একটি দল।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি)
ইফতেখায়রুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এবিষয় অতিরিক্ত কমিশনার ডিবিপ্রধান এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘জাতীয় মসজদি বায়তুল মোকাররমের ঘটনায়
হেফাজতের যেসব নেতা গ্রেফতার হয়েছে, তাদেরকে উস্কানিমূলক কথা বলে প্রভাবিত করতো হেফাজতের এ নেতা। তাকে
রিমান্ডে নেওয়ার পর বাকি কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’