স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে টিকে থাকার লড়াইয়ে ক্রাইসচার্চে নিউজিল্যান্ডকে ছোট লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। টসে হেরে আগে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ হয় টাইগারদের ওপেনিং জুটি। কিউই বোলারদের সামনে কোন ধরণের প্রতিরোধই গড়তে পারেনি সাকিব আল হাসানের দল। ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে বাংলাদেশ।
বরাবরের মতোই বাংলাদেশকে ভালো শুরু এনে দিতে পারেননি ওপেনাররা। ব্যক্তিগত ৫ রান করে টিম সাউদির বলে আউট হন মেহেদী হাসান মিরাজ। এরপর লিটন দাসকে সঙ্গে নিয়ে ইনিংস টানতে থাকেন আরেক ওপেনার নাজমুল হোসেন শান্ত।
পাওয়ার প্লেতে টাইগারদের সংগ্রহ এক উইকেট হারিয়ে ৪১ রান। ইনিংসের অষ্টম ওভারে ১৬ বলে ১৫ রান করে মিচেল ব্রেসওয়েলের বলে আউট হন লিটন।
এর পরের ওভারেই লিটনের দেখানো পথে হাঁটেন ওপেনার নাজমুল শান্ত। ২৯ বলে ৩৩ রানে ইস সোধির বলে আউট হন এ বাঁহাতি ব্যাটার । তারপর আর ক্রিজে কেউ স্থায়ী হতে পারেন নি। আশা যাওয়ার মিছিলে টাইগার ব্যাটাররা। মোসাদ্দেক হোসেন, ইয়াসির রাব্বি ক্রিজে ছিলে মাত্র ক্ষণিকের অতিথি।
কিউই স্পিনারদের বল বুঝতেই যেন সময় চলে যাচ্ছিল টাইগার ব্যাটারদের। অধিনায়ক সাকিব আল হাসান নেমে দলের পঞ্চম উইকেট পতনের পর। আফিফ হোসেন ও সাকিব আল হাসান দুজন মিলে ৪২ বল খেলে করেন ৪০ রান। শেষ দিকে নুরুল হাসান সোহানের ১২ বলে ২৫ রানের ক্যামিওতে কোন রকমে দলের সংগ্রহ ১২০ রান অতিক্রম করে।
কিউইদের হয়ে ২টি করে উইকেট নেন সাউদি, ব্রেসওয়েল ও সোধি।