বরিশাল : প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় ফার্মগেটের একাংশ অবরোধ করে রেখেছে সরকারি বিজ্ঞান স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচিতে শিক্ষার্থীদের ‘উই ওয়ান্ট জাস্টিস; আমার ভাই মরলো কেন? প্রশাসন জবাব চাই;নিরাপদ সড়কের দাবি মানতে হবে,মানতে হবে’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।
সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে তারা এই কর্মসূচি পালন করছেন।
জানা গেছে, রোববার (১১ সেপ্টেম্বর) সকালের দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিজি প্রেসের সামনের রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আলী হোসেন নামের সরকারি বিজ্ঞান কলেজের দশম শ্রেণির ছাত্র নিহত হয়েছে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলী হোসেনের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানার কৃষ্ণপুর গ্রামে বলে জানা গেছে।