শিরোনাম :
সরকারের পেছনে আজরাইল দাঁড়িয়ে: ফখরুল ‘আ.লীগকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবেও না’ ভারতে ট্রেন দুর্ঘটনায় ৩ বাংলাদেশি আহত দেশে হাসপাতালে ভর্তি আরও ১৪১ ডেঙ্গুরোগী কুমিল্লায় ট্রাকচাপায় মা-মেয়ে নিহত গুম-নিপীড়ণে জড়িতদের তালিকা তৈরিতে কমিটি করেছে বিএনপি টানা চার সপ্তাহ ঊর্ধ্বমুখী শেয়ারবাজার আগামীকাল দিনাজপুর অভিমুখে রোডমার্চ করবে গণতন্ত্র মঞ্চ ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকার জন্য পাশ্চিমাদের দায়ী করল চীন ভারতে ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক প্রকাশ ঘুরে দাঁড়াবার বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী: কাদের তত্ত্বাবধায়ক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হতে পারে না: মির্জা ফখরুল ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮ সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন বেড়েছে ২০.৪১% রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার ৩২

স্বেচ্ছাসেবক দল যশোর, কুষ্টিয়া, ও চুয়াডাঙ্গা জেলার ৬টি ইউনিট কমিটি অনুমোদন

  • মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাথে খুলনা বিভাগীয় সাংগঠনিক টিম ও চুয়াডাঙ্গা জেলার নেতৃবৃন্দের যৌথ সভায় চুয়াডাঙ্গা জেলার ৬ টিঁ ইউনিট কমিটি অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়।

স্বেচ্ছাসেবক দল চুয়াডাঙ্গা জেলার সভাপতি মো: সফিকুল ইসলাম পিটু এবং সাধারণ সম্পাদক এমএ তালহা এসব কমিটি অনুমোদন করেন।

এছাড়াও যশোর জেলার ঝিকরগাছা উপজেলা, নওয়াপাড়া পৌর, কুষ্টিয়া জেলার খোকসা পৌর এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা কমিটি সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় দপ্তর থেকে অনুমোদন করা হয় এবং যশোর জেলার পূর্বঘোষিত শার্শা উপজেলা কমিটি সংশোধন করে প্রকাশ করা হয়েছে।

যশোর জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :

১.ঝিকরগাছা উপজেলা : আহবায়ক : ইসমাইল হোসেন সোহাগ, সদস্য সচিব : হাসানুর রহমান রুবেল। যুগ্ম আহবায়ক-১. মো: নাজমুল আরাফাত (রাচী) ২. সাইফুল ইসলাম পিকুল ৩. ইমামুল হক ৪. শেখ কাইয়ুম হোসেন ৫. মোস্তফা কামাল ৬. হাফিজুর রহমান ৭. মো: সাইফুল ইসলাম ৮. ইসহাক আলী ৯. মনিরুল ইসলাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২.নওয়াপাড়া পৌর : আহবায়ক : মো: আলম মোল্লা, সদস্য সচিব : শফিকুজ্জামান সবুর। যুগ্ম আহবায়ক-১. মো: ফারুক হোসেন ২. এফ এম রাজু আহমেদ ৩. মো: সুমন হোসেন ৪. মো: ইমদাদ হোসেন ৫. মো: রিয়াজ উদ্দিন মিঠু ৬. সুজন ফারাজি ৭. মো: বিল্লাল হোসেন রনি ৮. মো: এমদাদুল হক মিলন ৯. মো: তহিদুজ্জামান রাজু সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

কুষ্টিয়া জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ:

১.খোকশা পৌর : আহবায়ক : হাশেম আলী, সদস্য সচিব : আল আজাদ খান । যুগ্ম আহবায়ক-১. মো: সুমন হোসেন ২. সবুজ মল্লিক ৩. রঞ্জু হোসেন ৪. মাহমুদ হাসান লিকু ৫. শরিফুল মল্লিক ৬. আনোয়ার হোসেন বিশ্বাস ৭. গৌতম কুমার হালদার ৮. জসিম বিশ্বাস-১ ৯. বাবন শেখ সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি

চুয়াডাঙ্গা জেলার অনুমোদিত ইউনিট কমিটি সমূহ :

১.চুয়াডাঙ্গা সদর উপজেলা : আহবায়ক : এস এম হাসান, সদস্য সচিব : মো: শরিফুল ইসলাম রাজা। যুগ্ম আহবায়ক- ১. গোলাম শাহরিয়ার লিটন ২. মো: সিরাজুল ইসলাম ৩. আব্দুস সালাম ৪. মো: জয়নাল আবেদিন ৫. মো: ছানোয়ার হোসেন ৬. মো: বিল্লাল হোসেন ৭. মো: আলামিন মন্ডল ৮. মো: রাজন মিয়া ৯. মো: গোলাম ইসতিয়াক শান্ত সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

২.চুয়াডাঙ্গা পৌর : আহবায়ক : মো: রুবেল হাসান, সদস্য সচিব : মো: আতিকুর রহমান বিদ্যুৎ। যুগ্ম আহবায়ক- ১. মো: আব্দুস সামাদ ২. মো: মহসিন আলী ৩. মো: হাবীব উদ্দিন হাবীব ৪. মো: আবু সাঈদ হোসেন ৫. আলী আশরাফ রনি ৬. মো: এনামুল হক ইমন ৭. মো: মাহবুব হাসান উজ্জল ৮. মো: সাইদুর রহমান বিজন ৯. মো: টিটু হোসেন সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

৩.জীবননগর পৌর : আহবায়ক : মো: আশরাফ হোসেন, সদস্য সচিব : মো: সুমন বিশ্বাস। যুগ্ম আহবায়ক-১. মো: ইকরামুল হক ২. মো: মোবারক মোল্লা ৩. মো: নাজমুছ সবুর ৪. মো: নাঈমুর রহমান নবাব ৫. মো: আল শাহীন ৬. মো: শাকিল হোসেন ৭. মো: আব্দুল আল মামুন ৮. মো: মাজিদুর রহমান মিন্টু ৯. মো: রুবেল শিকদার সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি

৪.আলমডাঙ্গা পৌর : আহবায়ক : মো: কামরুল হাসান হিমেল, সদস্য সচিব : মো: জাকারিয়া ইসলাম শান্ত। যুগ্ম আহবায়ক-১. শ্রী মিঠু বিশ্বাস ২. মো: জনি ৩. মো: সাজ্জাদ হোসেন সজিব ৪. মো: সাইফুল ইসলাম সিপন ৫. মো: আফজালুল হক ৬. মো: রাকীব হাসান ৭. মো: শাহাবুল হক ৮. মো: সোহাগ আলী ৯. মো: জালাল উদ্দিন বাচ্চু সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি

৫.আলমডাঙ্গা উপজেলা : আহবায়ক : মো: এমদাদ হোসেন, সদস্য সচিব : মো: খালেদ সালেহীন রাজু। যুগ্ম আহবায়ক-১. জেড এম তৈফিক আজিজ খাঁন ২. মো: সোহেল রানা ৩. মো: মিজানুর রহমান ৪. মো: এনামুল হক ৫. মো: উজ্জল হোসেন ৬. মো: এরশাদ আলী ৭. মো: মামুন ৮. মো: মিনারুল ইসলাম ৯. মো: রেজাউল হক (জেহাল) সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি

৬.দর্শনা থানা : আহবায়ক : নুর আলম সিদ্দিক মজনু, সদস্য সচিব : আবু হেনা রনি। যুগ্ম আহবায়ক-১. সুমন মিয়া ২. মীর অনিক হাসান ৩. আব্দুল্লাহ আল মামুন ৪. রুহুল আমীন ৫. জামাত আলী ৬. মো: আব্দুল মান্নান ৭. আবুল কাশেম ৮. মো: বিল্লাল হোসেন ৯. মো: আবু সালাম সহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষিত কমিটি সমূহকে আগামী ৩ মাসের মধ্যে অধীনস্থ সকল ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হলো।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved