টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইলে স্ত্রী মিনারা আক্তারকে (২২) গলা টিপে হত্যার পর থানায় ফোন দিয়ে জানান স্বামী আমিনুল ইসলাম (২৮)। পুলিশের আসতে দেরি হওয়ায় আবার ফোন দেন তিনি। তাড়াতাড়ি না এলে আত্মহত্যা করবেন বলে হুমকিও দেন ওই যুবক। পুলিশ গিয়ে দেখে, স্ত্রীর লাশ নিয়ে বসে আছেন আমিনুল। পরে তাঁকে আটক করা হয়।
গতকাল শনিবার রাতে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের ভাবনদত্ত পণ্ডিত কাছড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কয়েক বছর প্রবাসে কাটিয়ে আমিনুল ইসলাম দুই বছর আগে দেশে ফেরেন। দেড় বছর আগে বিয়ে করেন একই উপজেলার গলগন্ডা গ্রামের মোন্নাফ আলীর মেয়ে মিনারা আক্তারকে। বিয়ের পর থেকেই মায়ের সঙ্গে কলহ লেগে থাকত তাঁদের। কলহের জেরে শনিবার রাতে খাওয়ার পর আমিনুলকে তাঁর স্ত্রী গালিগালাজ করেন। এতে আমিনুল ক্ষুব্ধ হয়ে গলা টিপে স্ত্রীকে হত্যা করেন। পরে তিনি নিজেই পুলিশকে ফোন করে বিষয়টি জানান।
ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, গতকাল রাত ৯টার দিকে ফোন পেয়ে তাঁরা ঘটনাস্থলে রওনা হন। পথে আবার আমিনুলের ফোন পান। আসতে দেরি হলে তিনি আত্মহত্যা করবেন বলে হুমকি দেন। তাঁর বাড়িতে পৌঁছার পর দরজা বন্ধ দেখতে পান। ডাক দেওয়া হলে পুলিশের লোক নিশ্চিত হওয়ার পর দরজা খুলে দেন। পরে তিনি তাঁর স্ত্রীকে হত্যার ঘটনা খুলে বলেন।
এ ঘটনায় আজ রোববার থানায় মামলার প্রক্রিয়া চলছে। আমিনুলকে টাঙ্গাইল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবেন বলে পুলিশকে জানিয়েছেন।