আন্তর্জাতিক ডেস্ক : কোনো প্রবাসী যদি সৌদি নারীদের বিয়ে করেন, তবে তিনি পেনশনসহ বেতন সুবিধা ভোগ করতে পারবেন। বিদেশি অভিবাসীদের জন্য সম্প্রতি এমনই সুখবর জানিয়েছে দেশটি।
সৌদির ইনস্যুরেন্সভিত্তিক একটি সংস্থার বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে কোনো বিদেশি অভিবাসী যদি দেশটির কোনো নারীকে বিয়ে করেন তবে তিনি মাসিক বেতনসহ পেনশন পাবেন। তবে তাদের বেতন সৌদি ৩ হাজার রিয়াল কিংবা তার চেয়ে কম হতে হবে। আর স্বতন্ত্রভাবে যাদের বেতন এর ওপরে তারা এই সুবিধা ভোগ করতে পারবেন না। তবে তারা বেতন সুবিধা পাবেন ঠিকমতো।
আল ঘামসি আরো বলেন, অনেক মহিলা এটা জানে না এবং এ সুবিধা গ্রহণ করতে পারে না।
সংস্থাটির এক মুখপাত্র আমাল আল-ঘামলাস জানান, এজন্য ‘স্পেশাল এক্সপ্যাক্ট’ সিস্টেমে তাদেরকে আগে থেকেই নিবন্ধন করতে হবে।