আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কমান্ডার লেফটেন্যোন্ট জেনারেল
কাসেম সোলাইমানির হত্যাকারী দুই কমান্ডারকে হত্যার দাবি করেছে ইরান।
ইরাকের উত্তরাঞ্চলের এরবিল থেকে আমেরিকা ও ইসরাইলের দুই কমান্ডারকে হত্যা করা হয়।
সোমবার মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম দি ক্র্যাডেলের খবরে বলা হয়েছে, জেনারেল কাসেম সোলাইমানি ও আল-
মুহান্দিসের হত্যার প্রতিশোধ নিতে প্রতিরোধ যোদ্ধারা অভিযান চালায় এবং তাতে মার্কিন সেনাবাহিনীর রেড হর্স
ইউনিটের কমান্ডার ৫৫ বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল জেমস সি. উইলিস এবং ইহুদিবাদী ইসরাইলের নাহাল
ব্রিগেডের কর্মকর্তা ৪২ বছর বয়সী কর্নেল শ্যারন অ্যাজম্যান নিহত হন।
আমেরিকা ও ইসরাইলি কর্তৃপক্ষ দাবি করেছে, এসব কমান্ডার কয়েকদিনের ব্যবধানে আলাদা দুর্ঘটনায় মারা গেছেন।
পেন্টাগন দাবি করেছে, উইলিস গত ২৭ জুন কাতারের আল-উদেইদ ঘাঁটিতে যুদ্ধ-বহির্ভূত ঘটনায় মারা গেছেন।
ইসরাইলি গণমাধ্যমের খবর অনুসারে, গত ১ জুলাই ইসরাইলের মধ্যাঞ্চলে ফিটনেস প্রশিক্ষণের সময় কর্নেল
অ্যাজম্যান মারা গেছেন। ২৫ বছরের সামরিক জীবনে তিনি লেবানন ও গাজা যুদ্ধে অংশ নিয়েছেন।