ঢাকা: বিজ্ঞপ্তিতে জানানো হয়, আপাতত রংপুর, দিনাজপুর ও এর আশাপাশের যাত্রীরা সৈয়দপুর বিমানবন্দর থেকে যাওয়া-আসায় এ সুবিধা পাবে। এ সেবা পেতে রংপুরে যোগাযোগ করতে বলা হয়েছে ০১৭০৮১৩২৬৪১ এবং দিনাজপুরে ০১৭৫৫৬৯৪৯৩০ নম্বরে।
বিমান বাংলাদেশ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের পর এবার সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল বাস সেবা চালু করেছে নভোএয়ার।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এয়ারলাইন্সটি জানায়, আপাতত রংপুর, দিনাজপুর ও এর আশাপাশের যাত্রীরা সৈয়দপুর বিমানবন্দর থেকে যাওয়া-আসায় এ সুবিধা পাবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রংপুর নভোএয়ার সেলস অফিস থেকে সকাল ৬টা ৫০ মিনিট, ৯টা ৩৫ মিনিট, দুপুর ১২টা ৩৫ মিনিট, বিকাল ৫টা ২০ মিনিট এবং ৬টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে শাটল বাস।
আর সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর যাবে রাত ৮টা ৫০ মিনিটে।
এছাড়া দিনাজপুর নভোএয়ার সেলস অফিস থেকে সকাল ৬টা ৪৫ মিনিট, দুপুর ১২টা ৩০ মিনিট এবং বিকাল ৫টায় সৈয়দপুর বিমানবন্দরের শাটল বাস পাওয়া যাবে।
আর সৈয়দপুর বিমানবন্দর দিনাজপুরের শাটল বাস মিলবে রাত ৮টা ৫০ মিনিটে।
এ সেবা পেতে রংপুরে যোগাযোগ করতে বলা হয়েছে ০১৭০৮১৩২৬৪১ এবং দিনাজপুরে ০১৭৫৫৬৯৪৯৩০ নম্বরে।