শিরোনাম :
ইতিহাস গড়ে প্রোটিয়াদের হারাল বাংলাদেশ চাঁদাবাজ ও মাস্তানদের গ্রেপ্তারে ইসির নির্দেশ একদিনে ১৭ হাজার কোটি টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক বিএনপির অফিসে তালা ঝুলিয়ে সরকার নির্বাচনের নামে তামাশার উৎসব করছে: ডা. ইরান ২৪ ঘণ্টায় ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত প্রশাসনে রদবদল ইসির নজিরবিহীন হাস্যরসোদ্দীপক নাটিকা: রিজভী যুবদলের মিছিলে বোমা নিক্ষেপের অভিযোগ ৩৭ দিনে সারাদেশে ২৩৮টি যানবাহনে আগুন বছর শেষে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে সূচক বাড়লেও কমেছে লেনদেন অবরোধ সফলে সেগুনবাগিচায় যুবদলের বিক্ষোভ ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী নিহত বিএনপি না এলেও নির্বাচন একতরফা নয়, লড়াই হবে ২৯ দলের: কাদের স্টেশন ছেড়ে গন্তব্যে পৌছাতে পারবে না নির্বাচনী ট্রেন : ১২ দলীয় জোট ‘১০ ডিসেম্বর সমাবেশ করতে আ.লীগকে ইসির অনুমতি নিতে হবে’

সেভিয়াকে হারিয়ে শেষ ষোলোতে ‘গ্রুপ চ্যাম্পিয়ন’ ম্যানসিটি

  • বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

স্পোর্টস ডেস্ক : শুরুতেই হোঁচট খেয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে তারা। বুধবার (২ নভেম্বর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘জি’ গ্রুপের ম্যাচে স্প্যানিশ ক্লাব সেভিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় পা রেখেছে সিটি।

আর্লিং হালান্ডকে ছাড়া মাঠে নামা সিটি ম্যাচের ম্যাচের ৩১ মিনিটে গোল হজম করে। সেভিয়ার ইসকোর কর্নারে দূরের পোস্টে হেডে গোলটি করেন অরক্ষিত থাকা রাফা মির। ম্যাচের প্রথমার্ধে গোল পরিশোধ করতে না পারায় পিছিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে সিটি। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে আলভারেসের পাস থেকে পাওয়া বল নিখুঁত ফিনিশিং করে জালে জড়ান লুইস। সিটির জার্সি গায়ে লুইসের এটিই প্রথম গোল।

৭০ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের দৃশ্যপট বদলে দেন কেভিন ডে ব্রুইনে। ডে ব্রুইনের বাড়ানো থ্রু বল ধরে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেস। নিজে গোল করার পর গোল করানও আলভারেস। ম্যাচের ৮৩ মিনিটে আলভারেসের বাড়িয়ে দেয়া বল থেকে দলকে ৩-১ গোলে এগিয়ে নেন রিয়াদ মাহরেজ। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি।

এ জয়ের ফলে ১৪ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’র শীর্ষে থেকে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল। ৯ পয়েন্ট নিয়ে ডর্টমুন্ড দুইয়ে থেকে নিশ্চিত করেছে শেষ ষোলো।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved