ঢাকা : বৈরী আবহাওয়ার কারণে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন দুই থেকে আড়াইশো পর্যটক। বৈরী আবহাওয়ার কারণে কোন জাহাজ না আসায় বুধবার পর্যটকরা ফিরতে পারেনি। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের সেখানে নিরাপদে রাখার ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করে বলেন, মূলত ট্রলার ও স্পিডবোট আসতে পারেনি বৈরী আবহাওয়ার কারণে। বৈরী আবহাওয়া কেটে গেলে তাদের ফেরত আনা হবে। সেখানে তাদের নিরাপদে রাখার ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরোও বলেন, সেন্টমার্টিনে আটকাপড়া পর্যটকরা যাতে হয়রানির শিকার না হয়, সেদিকে খোঁজ-খবর রাখা হচ্ছে। বৈরী আবহাওয়া স্বাভাবিক হলে পর্যটকরা ফিরে আসবেন।
সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুর আহমেদ বলেন, ভ্রমণে আসা সেন্টমার্টিনে দুই থেকে আড়াই শতাধিকের বেশি পর্যটক দ্বীপে আটকা পড়েছেন। তাদের বুধবার ফিরে যাবার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারনে ফিরতে পারেনি। হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে তারা ফেরত যাবেন।