শিরোনাম :
সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে তেলবাহী জাহাজের ট্যাংকারে বিস্ফোরণ, দগ্ধ ৬ দুপুরে শ্রমিকদের দিয়ে কাজ করাবে না আমিরাত মিশর সীমান্তে গুলিতে ৩ ইসরাইলি সেনা নিহত শ্যামলীতে আগুন লাগা বহুতল ভবন থেকে মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীর গুলিতে নিহত ৭ বিশ্বজুড়ে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে হবিগঞ্জে বাসচাপায় নিহত ৩ সৌদি আরব পৌঁছেছেন ৫০০১৪ হজযাত্রী, মোট মৃত ৪ ৩০০ আসনের সীমানা নির্ধারণ করে গেজেট জাতীয় চা দিবস আজ ভারতে ট্রেন দুর্ঘটনায় ৩ বাংলাদেশি আহত তরুণ সমাবেশের মধ্যে দিয়ে সরকারের বিদায় ঘন্টা বাজবে: টুকু সরকারের পেছনে আজরাইল দাঁড়িয়ে: ফখরুল ‘আ.লীগকে কেউ ধ্বংস করতে পারেনি, পারবেও না’

সুন্দর ত্বক পেতে ব্যবহার করুন কফি ও কলার ফেসপ্যাক

  • শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

লাইফস্টাইল ডেস্ক : সুন্দর ত্বক পেতে কফি এবং কলার ফেসপ্যাকের ব্যবহার বেশ কার্যকরী। বিশেষ করে কফির ফেসপ্যাক ব্যবহারে ত্বক বলিরেখা দূর হয়। আর কলা ত্বককে আরও উজ্জ্বল ও মসৃণ করে তোলে।

কলার প্যাক : যাদের ত্বক বেশ শুষ্ক তাদের জন্য কলার প্যাক খুবই দরকারি। একটা কলাকে চটকে নিয়ে তারমধ্যে কিছু পরিমাণ মধু মিশিয়ে নিন। এরসঙ্গে সামন্য পরিমাণ কফি মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। এটি কিছুক্ষণ মুখে লাগিয়ে ঠাণ্ডা জলে ধুয়ে নিন। এতে ত্বক ঝকঝকে হয়ে উঠবে।

কফির প্যাক : হালকা গরম পানিতে এক চামচ কফি মিশিয়ে নিন। রাতে ঘুমানোর আগে এই ফেসপ্যাক ব্যবহার করুন। শুকিয়ে গেলে উষ্ণ পানিতে মুখ ধুয়ে ফেলুন। এতে মুখের বলিরেখা কমবে।

কলার খোসা : কলার খোসার মধ্যে কিছু পরিমাণ কফি এবং মধু ঢেলে দিন। এ খোসা নিয়ে স্ক্রাবারের মতো করে মুখে ঘষতে থাকুন কয়েক মিনিট। এতে ত্বক ঝকঝকে হবে এবং বলিরেখা পড়বে না।

কলার খোসার সঙ্গে মধু : হাঁটু, কনুই, বগলে যদি কালো ছাপ পড়ে তাহলে কলার খোসায় মধু, লেবুর রস মিশিয়ে ঘষে নিন। দেখবেন দ্রুত কালো ছোপ দূরে হবে। বিশেষ করে ঠোঁটের রং কালো হলে কলার ছোট টুকরার সঙ্গে অল্প কফি মিশিয়ে নিয়মিত ঠোঁটে লাগালেই কালো ছোপ দূর হবে।

কফির সঙ্গে মধু : চোখের নিচে কালো ছোপ দেখা দিলে অল্প পরিমাণ কফির সঙ্গে মধু মিশিয়ে নিয়ে চোখের তলায় লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ভালো করে ধুয়ে নিন। দেখবেন চোখের তলার কালো ছোপ দূর হয়ে যাবে।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved