শিরোনাম :
১০৩ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি মনোনয়ন প্রত্যাখ্যান করলেন বগুড়া-৩ আসনের ফিরোজ তারেককে না মানা বিএনপি নেতারা নির্বাচনে আসবেন: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের ৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে নির্বাচনে মাঠে ৮ শতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউক্রেনে আরও ৩ হাজার সেনা পাঠাবেন রমজান কাদিরভ স্কুলে ভর্তির ডিজিটাল লটারির ফল দেখবেন যেভাবে রাশিয়া-ইউক্রেনে ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎবিচ্ছিন্ন ২০ লাখ মানুষ বিএনপি নেতা সোহেলের বাসায় পুলিশ পরিচয়ে তল্লাশি দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ খালেদা জিয়ার উপদেষ্টাসহ বিএনপির দুই কেন্দ্রীয় নেতা বহিষ্কার খুলনায় ইপিজেডের বাসে আগুন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পাপুয়া নিউ গিনি গাজায় নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়ালো

সীতাকুণ্ডে পিকআপের পেছনে লরির ধাক্কায় নিহত ২

  • রবিবার, ১০ অক্টোবর, ২০২১

ঢাকা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে সড়ক দুর্ঘটনায় দুই পথচারী শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন আহত হওয়ার খবর জানা গেছে।

আজ রবিবার (১০ অক্টোবর) সকাল ৮ টার দিকে সীতাকুণ্ড বাস স্টেশনের কাছে মাছবাহী একটি পিকআপকে পেছন থেকে একটি লরি ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার দক্ষিণ মেহেদীনগর গ্রামের মো. আলমগীরের ছেলে মেহেদী হাসান জনি (১৩) ও বাগেরহাট জেলার চিতলমারী থানার বড়গুলি গ্রামের মো. মিন্টুর ছেলে মো. সায়েম (১০)। এছাড়া একই ঘটনায় নিহত সায়েমের পিতা মিন্টুও আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোজাম্মেল হোসেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড বাইপাস সড়ক এলাকায় সড়কে মাছবাহী পিকআপ ভ্যানটি দাড়িয়ে ছিল। তার সামনেই গাড়ির জন্য অপেক্ষা করছিলেন দুই শিশুসহ তিন পথচারী। এ সময় ঢাকামুখী একটি লরি পিকইপ ভ্যানটিকে পেছন থেক সজোরে ধাক্কা দেন। এতে পিকআপের সামনে থাকা ৩ পথচারী চাপা পড়ে। ঘটনাস্থলেই জনি ও সায়েম মারা যায়।

পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে এবং একই ঘটনায় আহত সায়েমের বাবা মিন্টুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে।

দুর্ঘটনাস্থল থেকে লরি ও পিকআপটি জব্দ করা হয়েছে বললেন কুমিরা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. আমীর ফারুক। তবে চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানান এ পুলিশ কর্মকর্তা।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved