সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ট্যাংক লরি ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের ৩ আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। তাকে তাড়াশ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ওই সড়কের ৬ নং সেতু এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুতফর রহমান।
তিনি বলেন, একটি মোটরসাইকেলে করে চার আরোহী যাচ্ছিলেন। এ সময় যমুনা পরিবহনের একটি গ্যাসবাহী ট্যাংক লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটলে মোটরসাইকেলটি লরির নিচে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। বাকি একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।