স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগে লিডসের বিপক্ষে আজ যখন মাঠে নেমেছিলেন নামের পাশে তখন ৯৯ গোল মোহাম্মদ সালাহর। তারপর এলান্ড রোডে প্রথম গোলটি করেই লিগের ইতিহাসে ৩০তম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলক পেরিয়েছেন এই মিসরীয় ফরোয়ার্ড।
তবে ৩০ জনের মধ্যে সালাহর (১৬২ ম্যাচ) চেয়ে কম সময়ে ১০০ গোল করতে পেরেছেন শুধু চারজন- অ্যালান শিয়ারার (১২৪ ম্যাচ), হ্যারি কেইন (১৪১), সের্হিও আগুয়েরো (১৪৭) ও থিয়েরি অঁরি (১৬০ ম্যাচ)।
ম্যাচে সালাহর গোলের পর ৫০ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনিও। এরপর দলের হয়ে সাদিও মানে তৃতীয় গোলটি করেন যোগ হওয়া সময়ে। ৬০ মিনিটে প্যাসকেল স্ট্রুইক লাল কার্ড দেখায় ম্যাচের শেষ আধঘন্টা ১০ জন নিয়ে খেলা লিডস ইউনাইটেডের বিপক্ষে লিভারপুল জিতেছে ৩-০ ব্যবধানে।
এর আগেও প্রিমিয়ার লিগে একবার খেলেছেন মোহাম্মদ সালাহ। তবে সেই অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত চেলসির জার্সিতে ১৩ ম্যাচ খেলে গোল করেছেন মাত্র ২টি।
ফিওরেন্টিনা-রোমা ঘুরে ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের জার্সিতে পুনরায় প্রিমিয়ার লিগে ফেরা সালাহ যেন এক অন্য খেলোয়ার। গোলের পর গোল করে হয়ে উঠেছেন লিভারপুলের সবচেয়ে বড় আস্থা, সবচেয়ে বড় তারকা।
আজ আরও একবার লিভারপুল সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়েছেন সালাহ। ২০ মিনিটে তার গোলেই এগিয়ে যায় লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের জার্সিতে ২০৭ ম্যাচে এটা সালাহর ১২৮ নম্বর গোল।
এ জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট হলো লিভারপুলের। সমান ম্যাচে সমান পয়েন্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিরও। এই তিন দলের চেয়ে ১ পয়েন্ট কম সমান ম্যাচ খেলা ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির।