শিরোনাম :
ইফতারির আগমুহূর্তে বজ্রপাতে ৩ জনের মৃত্যু তিনটি বইয়ের জন্য ‘বিশেষ সাহিত্য পুরস্কার’ পেলেন বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে একযোগে কাজ করতে হবে ‘বাংলাদেশের অনেক অর্জনের মধ্যে একটি অর্থনৈতিক উন্নয়ন’ যমুনা নদীতে গোসল করতে নেমে ২ ভাইয়ের মৃত্যু একসঙ্গে ৩৬টি উপগ্রহ পাঠালো ইসরো নির্বাচনকে সামনে রেখে কদর বাড়ছে বিদেশি কূটনীতিকদের ফের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, মৃত্যু ১৯ দেশের মানুষ আর কোনো অপশক্তিকে ক্ষমতায় চায় না: শিক্ষামন্ত্রী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র খালার জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেল ২ ভাইয়ের রোহিঙ্গা শিবিরে জাতিসংঘের জাকাত ফান্ডের টাকা ৭ মাসে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক বেড়েছে দেড় কোটি আগের ২ শর্তেই মুক্তির মেয়াদ বাড়ল খালেদা জিয়ার গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রাম অব্যাহত থাকবে : ফখরুল

সালাহর মাইলফলকে, লিভারপুলের বড় জয়

  • সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

স্পোর্টস ডেস্ক: প্রিমিয়ার লিগে লিডসের বিপক্ষে আজ যখন মাঠে নেমেছিলেন নামের পাশে তখন ৯৯ গোল মোহাম্মদ সালাহর। তারপর এলান্ড রোডে প্রথম গোলটি করেই লিগের ইতিহাসে ৩০তম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলক পেরিয়েছেন এই মিসরীয় ফরোয়ার্ড।

তবে ৩০ জনের মধ্যে সালাহর (১৬২ ম্যাচ) চেয়ে কম সময়ে ১০০ গোল করতে পেরেছেন শুধু চারজন- অ্যালান শিয়ারার (১২৪ ম্যাচ), হ্যারি কেইন (১৪১), সের্হিও আগুয়েরো (১৪৭) ও থিয়েরি অঁরি (১৬০ ম্যাচ)।

ম্যাচে সালাহর গোলের পর ৫০ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনিও। এরপর দলের হয়ে সাদিও মানে তৃতীয় গোলটি করেন যোগ হওয়া সময়ে। ৬০ মিনিটে প্যাসকেল স্ট্রুইক লাল কার্ড দেখায় ম্যাচের শেষ আধঘন্টা ১০ জন নিয়ে খেলা লিডস ইউনাইটেডের বিপক্ষে লিভারপুল জিতেছে ৩-০ ব্যবধানে।

এর আগেও প্রিমিয়ার লিগে একবার খেলেছেন মোহাম্মদ সালাহ। তবে সেই অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত চেলসির জার্সিতে ১৩ ম্যাচ খেলে গোল করেছেন মাত্র ২টি।

ফিওরেন্টিনা-রোমা ঘুরে ২০১৭-১৮ মৌসুমে লিভারপুলের জার্সিতে পুনরায় প্রিমিয়ার লিগে ফেরা সালাহ যেন এক অন্য খেলোয়ার। গোলের পর গোল করে হয়ে উঠেছেন লিভারপুলের সবচেয়ে বড় আস্থা, সবচেয়ে বড় তারকা।

আজ আরও একবার লিভারপুল সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়েছেন সালাহ। ২০ মিনিটে তার গোলেই এগিয়ে যায় লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের জার্সিতে ২০৭ ম্যাচে এটা সালাহর ১২৮ নম্বর গোল।

এ জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট হলো লিভারপুলের। সমান ম্যাচে সমান পয়েন্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিরও। এই তিন দলের চেয়ে ১ পয়েন্ট কম সমান ম্যাচ খেলা ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved