শিরোনাম :
স্বাধীনতার নামে সাংবাদিকতা নিয়ে রাজনীতি করা উচিত নয়: তথ্যমন্ত্রী তিন মাসে নির্যাতন ও হয়রানির শিকার ৫৬ সাংবাদিক : আসক দুই হেলিকপ্টার বিধ্বস্তেও ঘটনায় ৯ মার্কিন সেনা নিহত যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : শিক্ষামন্ত্রী মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার আহ্বান খাবারের বিনিময়ে উত্তর কোরিয়ার অস্ত্র চায় রাশিয়া: যুক্তরাষ্ট্র ভারতে পাচারের সময় ৪০ হাজার ডলার জব্দ মধ্যপ্রদেশে মন্দিরে কূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত চালু হলো মেট্রোরেলের সব স্টেশন জাল নোট চেনার সহজ উপায় ফের বাড়ছে ব্রয়লার মুরগির দাম রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৪ গভীর রাতে বাড়ি ফিরেছে রাজধানীতে নিখোঁজ চার বান্ধবী বিশ্বজুড়ে করোনায় আরও ৪৮৫ জনের মৃত্যু, কমেছে শনাক্ত পর্ন তারকার মুখ বন্ধ রাখতে অর্থপ্রদানের মামলায় ট্রাম্প অভিযুক্ত

সাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি

  • মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১

ঢাকা : বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপের কারণে আজ বৃষ্টি বাড়তে পারে। তবে একটানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। এছাড়া মাঝে মধ্যে রোদের দেখাও মিলতে পারে। রাজধানীতে মেঘলা আকাশসহ রোদ-বৃষ্টি দুই-ই দেখা যেতে পারে।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এসব তথ্য জানান। তিনি বলেন, উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপটি উড়িষ্যার দিকে যাচ্ছে।

এর ফলে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ আবহাওয়াবিদ জানান, ঢাকায় মেঘলা আকাশের সঙ্গে মাঝে মধ্যে বৃষ্টি থাকার সম্ভাবনা বেশি। তবে কোথাও কোথাও রোদের দেখাও মিলতে পারে। একটানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ ছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আগামী দুই দিনে বৃষ্টির পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে। তবে আগামী পাঁচ দিনের পরিস্থিতিতে তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নেই। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে ১৮ মিলিমিটার।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved