শিরোনাম :
মামলা-নির্যাতন করে এই ফ্যাসিবাদী সরকারের শেষ রক্ষা হবে না: টুকু হত্যা মামলায় বাবা-ছেলেসহ এক পরিবারের ৭ জনের যাবজ্জীবন ভিসা নীতি বিএনপির ওপর চাপ তৈরি করেছে : তথ্যমন্ত্রী দেশে হাসপাতালে ভর্তি আরও ৭২ ডেঙ্গু রোগী জাতিসংঘে নিরাপত্তা বাহিনী নিয়োগে বাংলাদেশ শীর্ষে : পররাষ্ট্রমন্ত্রী প্রতি রাতে ক্ষুধা নিয়ে ঘুমান প্রায় ৮৩ কোটি মানুষ: এফএও নিপুণ রায়ের তিন মাসের আগাম জামিন বিএনপিকে চাপে রাখার কৌশল থেকে সরবে না আওয়ামী লীগ ‘ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ-শান্তিপূর্ণ বিশ্ব উপহার দেব’ তারেক-জোবায়দার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ‘শান্তিরক্ষা মিশনে মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশি সদস্যরা’ ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত ৯ম-১০ম শ্রেণি: রেজিস্ট্রেশন শুরু ১ জুন সৌদি পৌঁছেছেন সাড়ে ২৯ হাজার হজযাত্রী স্ত্রীকে গলা কেটে খুন, ৬ বছর পর গ্রেপ্তার স্বামী

সরকারকে জনগণের মুখোমুখি হতেই হবে: রিজভী

  • শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

ঢাকা: ক্ষমতা কারও চিরস্থায়ী বন্দোবস্ত নয়। তাই সরকারকে বলব, গালাগালি, মিথ্যাচার, হুমকি-ধমকি রেখে আগামী দিনের কথা চিন্তা করুন। আজ হোক, কাল হোক জনগণের মুখোমুখি হতেই হবে।’

আজ শুক্রবার (৮ অক্টোবর) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ থাকার পর সুস্থ হয়ে কার্যালয়ে ফেরার দিনে এ সংবাদ সম্মেলন করেন তিনি।

রিজভী বলেন, বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা কেবল মানসিক ভারসাম্যহীন মানুষের পক্ষেই সম্ভব। রাতে ব্যালটে সিল মারা অটো ভোটের বিতর্কিত প্রতিমন্ত্রী সন্ত্রাসীদের মতো কুৎসা রটাচ্ছেন। ভোট ডাকাতদের মুখেই এ ধরনের কথা মানায়।

রিজভী আরও বলেন, যারা তাঁর এ বক্তব্য শুনেছেন, তারা হতবাক হয়েছেন। এটা কোনো সভ্য দেশের মন্ত্রীর মুখের ভাষা হতে পারে না। বাংলাদেশের দুর্ভাগ্য যে, এ ধরনের লোকরাও এখন তথ্য প্রতিমন্ত্রীর চেয়ারে বসেন। একজন মন্ত্রীর কথাবার্তায় শালীনতা থাকা বাঞ্ছনীয়। তাদের কাছে নতুন প্রজন্ম শালীন ও শিষ্টাচার, উদাহরণমূলক আচরণ ও কথাবার্তা শুনতে চায়।

সরকারের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, জনগণের ঘাড়ের ওপর দৈত্যের মতো চেপে বসা সরকারের মন্ত্রী-এমপিদের বাক্যদূষণ ইদানিং মহামারির পর্যায়ে পৌঁছেছে। বাংলায় একটি প্রবাদ আছে, ‘গোড়ায় গলদ’। নিশিরাতের গর্ভে জন্ম নেওয়া এ সরকারেরও গোড়ায় গলদ আছে।

তিনি বলেন, ‘বেপরোয়া দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, লুটপাট, অর্থ পাচার করতে করতে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছেন তারা। কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী তাদের নেত্রীকে তুষ্ট করতে, একটু কৃপার লোভে ঔদ্ধত্যপূর্ণ ও অশোভন ভাষায় বক্তব্য-বিবৃতি দিয়ে সীমালংঘন করে চলেছেন।’

রিজভী আরও বলেন, ‘রাতের অন্ধকারে জনগণের ভোট ডাকাতি করে জন্ম নেওয়ায় সরকারকে ঘিরে রয়েছে লুটেরা, চোর, ডাকাত, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ও চাপাবাজ গোষ্ঠী। নিশিরাতের এ সরকারের দিবানিদ্রায় থাকায় বেয়াদবি, মিথ্যাচার, অপপ্রচার এখন তাদের মজ্জাগত হয়ে পড়েছে। জনগণের ভোটে নির্বাচিত না হয়েও এমপি, মন্ত্রী হওয়ায় তাদের অনেকেই রাজনীতি বোঝেন না। বোঝেন না শিষ্টাচার, ভদ্রতা, আচার-আচরণও।’

দলের এই মুখপাত্র বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তাঁর বক্তব্যে স্বীকার করে নিয়েছেন, তাঁদের অধীনে অতীতের সব নির্বাচনে সরকার হস্তক্ষেপ করেছে।

ফলে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকার লাগবে। আইন করে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে হবে।’

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved