শিরোনাম :
পাকিস্তানে প্রধান বিচারপতির ক্ষমতা হ্রাস করল পার্লামেন্ট ৫১টি হাসপাতালে শুরু হচ্ছে ‘ইনস্টিটিউশনাল প্র্যাকটিস’ সৌদিতে বাস দুর্ঘটনায় মৃত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮ সরকারের অবৈধ হত্যাকাণ্ডের বিচার এই বাংলার মাটিতেই হবে : ছাত্রদল পদ্মা সেতুর রেললাইন নির্মাণ কাজ সমাপ্ত বিএনপি বুঝতে পেরেছে, নির্বাচনে তাদের কোনো আশা নেই : তথ্যমন্ত্রী গণতান্ত্রিক দল হয়ে আ.লীগ কেন গণতন্ত্র হত্যা করছে: মঈন খান সাকিব-লিটনের রেকর্ডময় দিনে সিরিজ জিতল বাংলাদেশ উপজেলা পরিষদে ইউএনওদের ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম দেশে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের করোনা শনাক্ত নির্বাচন কমিশনের আলোচনার প্রস্তাব গ্রহণ করছে না বিএনপি: ফখরুল আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা বিএনপিপন্থী আইনজীবীদের উপজেলা পরিষদে ইউএনওদের ক্ষমতা কেড়ে নিলেন হাইকোর্ট

সম্প্রীতির বাংলাদেশ অটুট রাখতে বঙ্গবন্ধুকন্যা দৃঢ়প্রতিজ্ঞ : নাছিম

  • বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাঙালীর হাজার বছরের ইতিহাসে আমরা দেখি, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এই সম্প্রীতির বাংলাদেশ অটুট রাখতে বঙ্গবন্ধুকন্যা দৃঢ়প্রতিজ্ঞ।

বৃহস্পতিবার ( ১৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর খামারবাড়িতে সনাতন সমাজকল্যাণ সংঘের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উৎসবের মহানবমীতে শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে, এগিয়ে চলছে। যেখানে বিভেদ নেই, সেখানে ধর্মকে ব্যবহার করে যে অপশক্তি বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা সাম্প্রদায়িক অপশক্তি। একসময় বিএনপি জামাত এই সাম্প্রদায়িক অপশক্তি সৃষ্টি করেছিলো। তাদের সেই ক্ষয়িষ্ণু শক্তি এখনো সম্প্রীতি নষ্ট করতে চায়।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে হবে। যারা কুমিল্লায় ঘটনা ঘটিয়েছে এবং তাকে পুঁজি করে সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বাহাউদ্দিন নাছিম বলেন, আমরা বাঙালী, কে কত সংখ্যায় সেটা বিষয় নয়। সবাই নিরাপত্তা পাবে, সবাই নিজ নিজ ধর্ম, নিজ নিজ উৎসব নিশঙ্কচিত্তে পালন করবে। সরকার আপনাদের সাথে আছে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, একটি অপশক্তি সবসময় সুন্দর পরিবেশ নষ্ট করার চেষ্টা করে। কুমিল্লার ঘটনাও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা। মাননীয় প্রধানমন্ত্রী সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। কোন অপশক্তি ছাড় পাবে না।

সনাতন সমাজকল্যাণ সংঘ ও বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ধর্ম যার যার, উৎসব সবার স্লোগানে উদ্বুদ্ধ হয়ে দেশ থেকে সকল সাম্প্রদায়িক শক্তির মূলউৎপাটন হবে।

সনাতন সমাজকল্যাণ সংঘ ও বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে এবং সনাতন সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক বাবু স্বপন কুমার রায় এর সঞ্চালনায় শারদীয় শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আব্দুল আউয়াল শামীম,কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু প্রমুখ।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved