শিরোনাম :
১০৩ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি মনোনয়ন প্রত্যাখ্যান করলেন বগুড়া-৩ আসনের ফিরোজ তারেককে না মানা বিএনপি নেতারা নির্বাচনে আসবেন: স্বরাষ্ট্রমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের ৩ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন ডিএসইতে নির্বাচনে মাঠে ৮ শতাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউক্রেনে আরও ৩ হাজার সেনা পাঠাবেন রমজান কাদিরভ স্কুলে ভর্তির ডিজিটাল লটারির ফল দেখবেন যেভাবে রাশিয়া-ইউক্রেনে ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎবিচ্ছিন্ন ২০ লাখ মানুষ বিএনপি নেতা সোহেলের বাসায় পুলিশ পরিচয়ে তল্লাশি দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ খালেদা জিয়ার উপদেষ্টাসহ বিএনপির দুই কেন্দ্রীয় নেতা বহিষ্কার খুলনায় ইপিজেডের বাসে আগুন শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পাপুয়া নিউ গিনি গাজায় নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়ালো

শ্রীলঙ্কাকে হারিয়ে অজিদের টানা দ্বিতীয় জয়

  • শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটের বড় জয়ে সে কথারই ধারাবাহিকতা রক্ষা করলো অজিরা। শ্রীলঙ্কার দেয়া ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট তাড়া করতে নেমে ১৮ বল আর ৭ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অ্যারন ফিঞ্চের দল।

রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যারোন ফিঞ্চ-ডেভিড ওয়ার্নার দুর্দান্ত সূচনা এনে দেন। দীর্ঘদিন পর রানের দেখা পেয়েছেন ওয়ার্নার। ওয়ার্নারের ৪২ বলে ৬৫ রানের ইনিংসটিই অস্ট্রেলিয়াকে সহজ পাইয়ে দেয়। সে সঙ্গে অ্যারোন ফিঞ্চ (), স্টিভেন স্মিথের অপরাজিত () রানে জয় সহজ করে দেয় অজিদের।

শ্রীলঙ্কার পক্ষে হাসারাঙ্গা দুটি আর অধিনায়ক শানাকা নেন ১ টি উইকেট।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। শ্রীলংকার হয়ে ২৫ বলে ৩৫ রান করেন ওপেনার কুশাল পেরেরা। চেরিথ আশালঙ্কা করেন ২৭ বলে ৩৫ রান। পরে ভানুকা রাজাপাকশের ব্যাটে ভর করে দলীয় স্কোর দেড়শ’ পার করে শ্রীলংকা দল।

ভানুকা রাজাপাকশে ২৬ বলে ৩৩ রান করে অপারজিত ছিলেন। অস্ট্রেলিয়ার হয়ে ২টি করে উইকেট নেন মিশেল স্টার্ক, প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা। এদের মধ্যে সবচেয়ে কম ৪ ওভারে ১২ রান দেন জাম্পা।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved