ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্যের মুকুটে দুটি পালক সংযুক্ত হলো বলে মন্তব্য করেছেন সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (১০ অক্টোবর) বেলা পৌনে একটায় মধুমতি ও তৃতীয় শীতলক্ষ্যা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এই সেতুটির নির্মাণ কাজ চলাকালে আমি বারবার ভিজিট করেছি। আমি বিশ্বাস করি ভিজিট কাজের গতি বাড়ায় এবং কোয়ালিটি বাড়ায়। সে কারণেই ভিজিটগুলো আমরা করেছি প্রধানমন্ত্রীর নির্দেশে। প্রধানমন্ত্রী আজকে আপনার সাফল্যের মুকুটে দুটি পালক সংযুক্ত হচ্ছে এবং বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় আপনার নেতৃত্বে সমতল থেকে পাহাড়ে পর্যন্ত আমূল পরিবর্তন দৃশ্যমান।
তিনি বলেন, আজকে এই শুভদিনে প্রধানমন্ত্রী আপনি জানেন যে নাসিম ওসমান বারবার আপনার কাছে ছুটে আসতেন এই সেতুটির জন্য। আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সেখানে জনসভায় এরপর আমাকে নির্দেশ দিয়েছেন আমি সেই কাজটি শুরু করেছি আপনার নির্দেশ, প্রতিশ্রুতি মোতাবেক। আপনি নাসিম ওসমানের নামেই এই সেতুর নামকরণ করেছেন।
অনুষ্ঠানে ভার্চুয়ারি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত জাপান ও সৌদি আরবের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ দেশের সরকারপ্রধানের পক্ষে সেতু দুইটি উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।