ঢাকা : শেখ হাসিনার নোবেল না পাওয়ায় জন্য ভারত এবং তাদের অনুগত আমলারা দায়ী বলে মন্তব্য করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘শেখ হাসিনা নোবেল প্রাইজটা পেলেন না কেন? এটা একটা বিশ্লেষণ করা দরকার।
এর কারণ দুটি ভারত এবং দেশটির অনুগত আমলারা। স্টকহোম যেতেন তাহলে বোঝাতে পারতেন দেশে জন্য তিনি কি কি করেছেন। ওনার হয়তো প্রশ্নের সম্মুখীন হতে হতো।’
রবিবার (১০ অক্টোবর) ঢাকা রিপোর্টারস ইউনিটিতে “নাগরিকের ভোটাধিকার, স্বাধীন নির্বাচন কমিশন” কোন পথে শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের জন্য জাতিসংঘ সাহায্য করতে চেয়েছে। ওনারা সাক্ষর করলেন। এইটা তো ১৫ দিন আগেও করতে পারতেন। কেন করতে পারেনি? ভারতীয় চক্রান্ত, তার কিছু আমলার কারণে। তার কিছু আমলা আছেন তারা আমাদের থেকে বেতন নেন কিন্তু ভারতের হুকুমে চলাফেরা করেন। ঠিক এই কারণে আমরা আজকে একটা নোবেল প্রাইজ হারালাম।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘আপনার বোনের অধিকার দিচ্ছেন না। আজকে রেহানার অধিকার দেখতে পাচ্ছি না। আজকাল দেখি উনার পরিবারের বহুজনের নামে শতাধিক প্রতিষ্ঠানের নাম আছে। কিন্তু কোথাও শেখ রেহানার নাম আমার চোখে অন্তত পড়ে নাই।’
তিনি আরও বলেন, মানুষের অধিকারকে আপনি বঞ্চিত করবেন কেন? আজ চালের দাম নাই, তেলের দাম বাড়ে, কোন চিকিৎসা পায় না। আমার এক রিকশাওয়ালা ভাই রিকশার মালিক হতে পারে না। আজকে আমাদের আন্দোলনটা যেখানে, এভাবে চলতে পারে না। রাস্তায় নামেন দেশবাসী পরিবর্তন চায়।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু প্রমুখ।