শিরোনাম :
আওয়ামী লীগ দেশে ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে : টুকু স্বাধীনতার নামে সাংবাদিকতা নিয়ে রাজনীতি করা উচিত নয়: তথ্যমন্ত্রী তিন মাসে নির্যাতন ও হয়রানির শিকার ৫৬ সাংবাদিক : আসক দুই হেলিকপ্টার বিধ্বস্তেও ঘটনায় ৯ মার্কিন সেনা নিহত যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : শিক্ষামন্ত্রী মার্কিন নাগরিকদের দ্রুত রাশিয়া ছাড়ার আহ্বান খাবারের বিনিময়ে উত্তর কোরিয়ার অস্ত্র চায় রাশিয়া: যুক্তরাষ্ট্র ভারতে পাচারের সময় ৪০ হাজার ডলার জব্দ মধ্যপ্রদেশে মন্দিরে কূপ ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ আগারগাঁও থেকে দিয়াবাড়ি পর্যন্ত চালু হলো মেট্রোরেলের সব স্টেশন জাল নোট চেনার সহজ উপায় ফের বাড়ছে ব্রয়লার মুরগির দাম রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৪ গভীর রাতে বাড়ি ফিরেছে রাজধানীতে নিখোঁজ চার বান্ধবী বিশ্বজুড়ে করোনায় আরও ৪৮৫ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

শেখেরটেকে দুই গ্রুপের মারামারি, ছুরিকাঘাতে যুবক খুন

  • শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

ঢাকা: রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকায় দুই ব্যবসায়ী গ্রুপের মারামারিতে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। তার নাম মো. আজিজ (৩০)। গতকাল রাত সাড়ে ৯টার শেখেরটেকের ৮ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আজিজের বাবার নাম মো. বেলাল মিয়া বলে জানা গেছে।

পুলিশ বলছে, পূর্ব শত্রুতার জেরে দুই ব্যবসায়ী গ্রুপের মারামারিতে এ ঘটনা ঘটেছে। তবে, কারা এ ঘটনায় জড়িত সেটি এখনো নিশ্চিত না।

আদাবর থানার ডিউটি অফিসার ইকবাল হোসেন বলেন, দুই পক্ষের মারামারির সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন আজিজ।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তার লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে বা কারা মেরেছে আমরা এখনো জানতে পারিনি।

এটি বাজারের সবজি ব্যবসায়ী অথবা মাছ ব্যবসায়ী দুই গ্রুপের মাঝে ঝামেলার কারণে হয়েছে। নিহতের পরিবার থানায় এলে হত্যা মামলা করা হবে। পরে হয়তো বিস্তারিত জানা যাবে।

আদাবর থানার (ওসি) কাজী শাহিদুজ্জামান বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি।

পুরো ঘটনা জেনে, অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। আশা করি দ্রুতই জড়িতদের গ্রেফতার করা সম্ভব হবে।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved