শিরোনাম :
ইফতারির আগমুহূর্তে বজ্রপাতে ৩ জনের মৃত্যু তিনটি বইয়ের জন্য ‘বিশেষ সাহিত্য পুরস্কার’ পেলেন বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে একযোগে কাজ করতে হবে ‘বাংলাদেশের অনেক অর্জনের মধ্যে একটি অর্থনৈতিক উন্নয়ন’ যমুনা নদীতে গোসল করতে নেমে ২ ভাইয়ের মৃত্যু একসঙ্গে ৩৬টি উপগ্রহ পাঠালো ইসরো নির্বাচনকে সামনে রেখে কদর বাড়ছে বিদেশি কূটনীতিকদের ফের তিউনিসিয়া উপকূলে নৌকাডুবি, মৃত্যু ১৯ দেশের মানুষ আর কোনো অপশক্তিকে ক্ষমতায় চায় না: শিক্ষামন্ত্রী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র খালার জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেল ২ ভাইয়ের রোহিঙ্গা শিবিরে জাতিসংঘের জাকাত ফান্ডের টাকা ৭ মাসে মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহক বেড়েছে দেড় কোটি আগের ২ শর্তেই মুক্তির মেয়াদ বাড়ল খালেদা জিয়ার গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রাম অব্যাহত থাকবে : ফখরুল

শাকিরা শূকরের শিকার

  • শুক্রবার, ১ অক্টোবর, ২০২১

বিনোদন ডেস্ক: বন্য শূকরের আক্রমণের শিকার হয়েছেন আন্তর্জাতিক পপ তারকা শাকিরা। বার্সেলোনার একটি পার্কে নিজের সন্তানকে নিয়ে ঘোরার সময় ওই ঘটনার মুখোমুখি হন তিনি।

গত বুধবার (২৯ সেপ্টেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে এই কথা জানিয়েছেন গায়িকা শাকিরা।

শাকিরা জানান, পার্কে ঘোরার সময় আচমকাই হামলে পড়ে দুটো শূকর। এরপর তার ব্যাগ ছিনিয়ে নেয়। যেটাতে মোবাইল ফোন ও ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্র ছিল। স্টোরিতে শাকিরা বলেন, ‘ওরা আমার সব ধ্বংস করে দিলো!’

ঘটনার সময় শাকিরার সঙ্গে ছিল তার ৮ বছর বয়সী ছেলে মিলান। স্টোরির একটি অংশে তিনি ছেলের উদ্দেশ্যে বলেন, ‘মিলান, সত্যিটা বলো, কীভাবে তোমার মা এই বন্য শুকরের মোকাবিলা করেছে।’

স্পেনে গত কয়েক বছর ধরে বন্য শূকরের হামলার ঘটনা প্রায় নিয়মিত ঘটছে। কেবল ২০১৬ সালেই এ বিষয়ে স্প্যানিশ পুলিশ প্রায় ১২’শ অভিযোগ পেয়েছে।

শহুরে এলাকায় বন্য প্রাণীর বিচরণ রুখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। গবেষকদের মতে, বন্যপ্রাণীদের অভয়ারণ্য কমে যাওয়ার ফলেই তারা শহরের দিকে আগ্রাসী হয়ে ছুটে আসছে।

প্রসঙ্গত, শাকিরা মূলত পপ গানেই বিশ্বব্যাপী জনপ্রিয়। এর বাইরে তিনি রক ও ল্যাটিন গানেও পরিচিত। ১৯৯০ সাল থেকে গান করছেন তিনি।

তার কণ্ঠে বহু শ্রোতাপ্রিয় গান প্রকাশ্যে এসেছে। তাকে বলা হয়ে থাকে ‘কুইন অব ল্যাটিন মিউজিক’। ফিফা ওয়ার্ল্ডকাপের অন্যতম কালজয়ী থিম সিং ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে বিশ্বকে মাত করেছেন এই গায়িকা।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved