স্পোর্টস ডেস্ক : টস জিতে ব্যাট করতে নেমেছে দক্ষিণ আফ্রিকা। তবে শুরুটা ভালো হয়নি তাদের। বলা ভালো, প্রোটিয়াদের শুরুটা ভালো হতে দেননি তাসকিন।
শুরুর ওভারেই ফিরিয়ে দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমাকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২.৩ ওভারে প্রেটিয়াদের সংগ্রহ ১ উইকেটে ১৪ রান।
এর আগে, টসে জিতে বাংলাদেশকে বোলিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা।
বর্তমানে ১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপ-২ এর শীর্ষে বাংলাদেশ। এক পয়েন্ট পেয়েছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় বাংলাদেশের জন্য দারুণ ব্যাপার হতে পারে। সেমিফাইনালের সম্ভাবনা বাড়তে পারে।
বাংলাদেশ একাদশ
সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ
টেম্বা বাভুমা (অধিনায়ক), কুইন্টন ডি কক, রাইলি রুশো, এইডেন মার্করাম, ডেভিড মিলার, কেশব মহারাজ, তাবরাইজ শামসি, অনরিখ নর্কিয়া, ওয়েন পার্নেল, কাগিসো রাবাডা, ট্রিস্টান স্টাবস।