শিরোনাম :
ভিসা নিষেধাজ্ঞায় পড়ার কথা স্বীকার করলেন রাঙ্গা ভিসানীতি নিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের ফের ব্যাখ্যা আমেরিকার ভিসা নীতিতে সরকারের মাথা নষ্ট হয়ে গেছে: ফখরুল দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯ জনের মৃত্যু এবার বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম এই জালিম সরকার খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা করছে: টুকু ৩৬ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে বিদেশে না পাঠানো হলে পরিণতি শুভ হবে না: আব্বাস খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর বিষয়ে সরকারের কিছু করার নেই : আইনমন্ত্রী শেখ পরিবারের ভাষাই হচ্ছে গুন্ডাদের মতো: রিজভী ডাক আস‌লেই রাস্তায় নাম‌তে হ‌বে: দুদু ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে ৭ মুসলিম দেশ! বাংলা‌দেশ নি‌য়ে অপপ্রচার রুখে দিতে প্রবাসী‌দের প্রতি আহ্বান পানামা ও প্যারাডাইস পেপারসে নাম আসাদের নিয়ে অনুসন্ধান করছে সিআইডি বায়ুদূষণে আজ শীর্ষ চারে ঢাকা ফেনীতে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

শিশু শিক্ষার্থীকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

  • রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

রীতেশ কর্মকার, শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার পঞ্চম শ্রেণির এক শিশু (১৩) শিক্ষার্থীকে ধর্ষণ মামলার প্রধান আসামি শুভ মিয়াকে (১৮) গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ।

শ‌নিবার (১৬ অক্টোবর) রাতে ওই আসামিকে তার এলাকা জালকাটায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামীর নাম শুভ মিয়া (১৮) সে ঐ এলাকার ইয়াছিনের ছেলে।

সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থীর বাবা শহিদ শেখ তার স্ত্রীকে নিয়ে ঢাকায় থাকেন। আর তাদের ১৩ বছরের কন্যাকে তার শ্বশুরবাড়িতে রেখেছিলেন, শিশুর নানীর কাছে।

এদিকে ওই শিক্ষার্থী স্কুলে যাতায়াতের সময় বিভিন্নভাবে উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত শুভ মিয়া।

গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই শিশু টিউবওয়েল থেকে পানি আনতে যায়। এসময় বাড়ির পাশে ওঁৎ পেতে থাকা শুভ মিয়া শিক্ষার্থীর মুখ চেপে ধরে পাশের বাঁশঝাড়ের নিচে নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই শিশুর বাবা শহিদ শেখ (৩৫) বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে গত রোববার (২৬ সেপ্টেম্বর) শ্রীবরদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এতে প্রধান আসামী করা হয় জালকাটা এলাকার ইয়াছিনের ছেলে শুভ মিয়াকে। মামলার পর থেকে আসামি শুভ মিয়া পলাতক ছিল। শনিবার রাতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের নির্দেশে শ্রীবরদী থানার সেকেন্ড অফিসার এস.আই তাহেরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে জালকাটা এলাকায় অভিযান চালিয়ে শুভ মিয়াকে গ্রেপ্তার করে।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস মুঠোফোনে বলেন, প্রধান আসামি শুভ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved