ঢাকাই সিনেমার তারকা শাকিব খান ও বুবলীর বিয়ে সন্তান নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। বেবিবাম্প ও সন্তান শেহজাদ খান বীরের ছবি প্রকাশের পর এবার বিয়ের তারিখ ফাঁস করলেন বুবলী নিজেই।
এদিকে দুই বছর আগে বুবলী সন্তানের মা হলেও তিনি শাকিবের সঙ্গে কবে বিয়ের পিঁড়িতে বসেছিলেন সেই তথ্য জানা ছিল না কারও। তাই এ প্রশ্ন ঘুরেফিরে আসছে বারবার। অবশেষে সেই কৌতুহলও মিটিয়ে দিলেন বুবলী।
সোমবার (৩ অক্টোবর) নিজের ফেসবুক পেজে বিয়ের তারিখ প্রকাশ করেছেন তিনি। শাকিবের সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে বুবলী জানান, শাকিবের সঙ্গে তার বিয়ে হয়েছে ২০ জুলাই ২০১৮।
বুবলী লেখেন, ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০.০৭.২০১৮ এবং ২১.০৩.২০২০। প্রথমটি আমার বিয়ের তারিখ। দ্বিতীয়টি ছেলে জন্মানোর।’
বুবলী সবার কাছে দোয়া চেয়ে আরও জানান, শাকিবের সঙ্গে ছবিগুলো তুলেছেন আমেরিকার টাইমস স্কয়ারে।
প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারিতে বরেণ্য নির্মাতা কাজী হায়াতের ‘বীর’ সিনেমা মুক্তির পরপরই ওই বছরের ২১ মার্চ যুক্তরাষ্ট্রে শাকিব খানের দ্বিতীয় সন্তান শেহজাদ খান বীর-এর জন্ম হয়।
এর আগে ২০১৬ সালে জন্ম নেয় তার প্রথম সন্তান আবরাহাম খান জয়। সেই সন্তানের মা অপু বিশ্বাস।