নিউজ ডেস্ক: ২০১৫ সালের কথা। বার্সেলোনার ন্যু ক্যাম্প মাঠে বায়ার্ন মিউনিখের ডিফেন্ডারদের বোকা বানিয়ে দারুণ এক গোল করেন লিওনেল মেসি। জার্মান জায়ান্টদের বিপক্ষে পরিষ্কার ৩-০ গোলে জয় পায় এফসি বার্সেলোনা। দিনটি যেন ফিরে এলো আবার। আর এবার দু’দল বিপরীত চিত্রে।
এবার ন্যু ক্যাম্প মাঠেই বায়ার্নের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি বার্সেলোনার ডিফেন্ডারদের বোকা বানিয়ে দারুণ এক গোল করলেন। আর স্প্যানিশ জায়ান্টদের বিপক্ষে বায়ার্ন মিউনিখ জয় পেল সেই ৩-০ গোলে। তবে এর সাক্ষী থাকলেন না মেসি।
সর্বশেষ দলবদলে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ক্লাবে যোগ দিয়েছে আর্জেন্টাইন সুপার স্টার।
মেসি পিএসজিতে যোগ দেয়ার পর তাঁকে ছাড়া মঙ্গলবার রাতেই চ্যাম্পিয়নস লীগে প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বার্সা। ৩-০ গোলে হারের এ ম্যাচে জোড়া গোল করেন বায়ার্নের পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি। তিনবছর আগের ওই ম্যাচে মেসিও করেছিলেন জোড়া গোল।
ম্যাচের শেষ গোলটি, অর্থাৎ ৮৫ মিনিটে লেভার দ্বিতীয় গোলটি ফিরিয়ে নিয়ে যায় ২০১৫ চ্যাম্পিয়নস লীগ সেমিফাইনালের প্রথম লেগের স্মৃতিতে। সেটিও ছিল এই মাঠে। ৮০তম মিনিটে মেসির দ্বিতীয় গোলটি চ্যাম্পিয়নস লীগে ‘আইকনিক’ গোল হয়ে থাকবে। তাঁর নিখুঁত ইনসাইড আউট পায়ের কাজে বায়ার্নের সেন্টারব্যাক জেরোম বোয়াটেং ডজ খেয়ে পড়ে যান মাঠেই। এরপর আলতো চিপে গোলটি করেন মেসি। সেই গোল নিয়ে রসিকতা সইতে না পেরে বছরখানেক আগে লিওঁ সেন্টারব্যাক বোয়াটেং টুইট করেছিলেন, ‘সত্যি বলতে, তোমরা সবাই মেসির বিপক্ষে কীভাবে রক্ষণ সামলাও, তা আমি দেখতে চাই।’
ন্যু ক্যাম্পে মঙ্গলবার বার্সার বক্সের ভেতর বল পাওয়ার পর লেভা সরাসরি শট নেননি। যদিও এক শটেই গোল করার মতো দারুণ অবস্থানে ছিলেন পোলিশ তারকা। কিন্তু তা না করে লেভার হয়তো পিকের সঙ্গে রসিকতা করতে মন চেয়েছিল! বার্সা সেন্টারব্যাক তাকে বাধা দিতে গিয়ে পা বাড়িয়ে বসে পড়েছিলেন। লেভা দারুণভাবে তাকে কাটিয়ে বাঁ পায়ের শটে গোল করেন। বায়ার্নের হয়ে টানা ১৮ ম্যাচে গোল করলেন লেভানদোভস্কি।