স্পোর্টস ডেস্ক : লা লিগার চলতি মৌসুমে উড়ছে বার্সেলোনা, উড়ছে রবের্ত লেভানদোভস্কিও। নিয়মিত গোলের দেখা পাচ্ছেন পলিশ তারকা সঙ্গে জয়ের ধারাও অব্যাহত রয়েছে বার্সেলোনার। এতে লিগে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে বার্সা।
শনিবার (১৭ সেপ্টেম্বর) ক্যাম্প ন্যুতে এলচের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। রবের্ত লেভানদোভস্কির দুই গোলের সঙ্গে অপর গোলটি করেন মেমফিস ডিপাই।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় এলচে। সেন্ট্রাল ডিফেন্ডার গঞ্জালো ভার্দু ১৪ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। লেভানদোভস্কিকে বক্সের বাইরে ফাউল করে পরিষ্কার গোল থেকে বঞ্চিত করেন এলচে অধিনায়ক। এতে তাকে কার্ড দিতে ভুল করেননি রেফারি।
এরপর ৩৪ মিনিটে দলের পক্ষে প্রথম গোল করেন পলিশ তারকা। তাকে দিয়ে গোল করান স্প্যানিশ তরুণ বালদে। ৪১ মিনিটে কাতালানরা ২-০ গোলের লিড নেয়। রাফিনহাকে বেঞ্চে রেখে মেস্পিস ডিপাইকে শুরুর একাদশে রাখেন জাভি। ডাচ স্ট্রাইকার সুযোগ লুফে নিতে ভুল করেননি। ৪৮ মিনিটে দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন লেভানদোভস্কি।
মৌসুমে বার্সায় জার্সিতে ৬ লিগ ম্যাচে লা লিগার সর্বোচ্চ ৮ গোল তার নামের পাশে। সব মিলিয়ে কাতালানদের হয়ে ৮ ম্যাচে এক হ্যাটট্রিকে ১১ গোল করেছেন তিনি।
রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ড্রয়ে আসর শুরুর পর এই নিয়ে টানা পাঁচ ম্যাচে জিতল বার্সেলোনা। শীর্ষে ওঠা দলটির পয়েন্ট ১৬। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৫। রোববার (১৮ সেপ্টেম্বর) নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে জিতলে শীর্ষে ফিরবে কার্লো আনচেলত্তির দল।