স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান ক্লাব ফুটবলে রাতে মাঠে নাঠবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও পিএসজি। লা লিগায় অ্যাওয়ে ম্যাচে রাত সোয়া ৯টায় সেল্তা ভিগোর মুখোমুখি হবে এফসি বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের খেলা রাত ২টায়। ওদের প্রতিপক্ষ রায়ো ভায়েকানো। আর লিগ ওয়ানে একই টাইমে পিএসজির প্রতিপক্ষ বোর্ডক্স।
লা লিগায় মোটেই ভালো সময় যাচ্ছে না বার্সেলোনার। লিগের ১১ ম্যাচ শেষে ওরা এখনো পড়ে আছে টেবিলের নয়ে। জয় পেয়েছে মাত্র চারটা। শেষ তিন ম্যাচে বার্সার পয়েন্ট মাত্র ১।
রাতে কাতালান ক্লাবটার অ্যাওয়ে ম্যাচ, প্রতিপক্ষ সেল্তভিগো। এটাই যা স্বস্তি বার্সার জন্য। কারণ সেল্তার ১২ ম্যাচে পয়েন্ট মোটে ১১। ওদের বিপক্ষে শেষ লা লিগা ম্যাচের মাত্র ২টাতেই হার বার্সার। তবে ইনজুরি নিয়ে ভাবতে হচ্ছে বেশ। লম্বা সময় পর ফিট হয়ে আবারো ছিটকে গেছেন দেম্বেলে। আগুয়েরারও একই অবস্বা।
বার্সার দূর্দিনে ভিন্ন চিত্র চিরপ্রতিদ্বন্দী রিয়াল মাদ্রিদ শিবিরে। ১১ ম্যাচে ওদের হয়ে গেছে ২৪ পয়েন্ট। টপার সোসিয়েদাদের চেয়ে ১ ম্যাচ কম খেলে পয়েন্ট কম মাত্র ১। রাতে লিগ ম্যাচে রিয়াল খেলতে নমাবে রায়ো ভায়োকানোর বিপক্ষে।
রিয়ালের খেলা বার্নাব্যুতে। হোমভেন্যুতে ১৯৯৬ সালের পর কখনো ভায়োকানো হারাতে পারেনি রিয়াল মাদ্রিদকে। তার ওপর রিয়ালের প্রত্যেকটা প্লেয়ার আছে নজর কাড়া ফর্মে। ভিনিসিয়াস আর বেনজামো তো বলতে গেলে ক্যারিয়ারের পিক টাইম কাটাচ্ছে। তাই এই ম্যাচে পরিষ্কার ফেভারিট হিসেবেই নামবে গ্লালাক্টিকোরা।
রিয়াল-বার্সার ম্যাচের রাতে খেলা আছে প্যারিস সেন্ট জার্মেইনেরও। লিগে উড়ন্ত ফর্ম যাচ্ছে প্যারিসিয়ানদের। ১২ ম্যাচে ১০ জয়ে বরাবরে মতো টেবিলের শীর্ষেই আছে ওরা। রাতে লিগ ম্যাচে ওদের প্রতিপক্ষ বোর্ডক্স।
শেষ ১২ লিগ ম্যাচে পিএসজিকে হারাতে পারেনি বোর্ডক্স। তবে ওদের চিন্তা মেসিকে নিয়ে। ইনজুরির কারণে শেষ চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টাইন কাপ্তান। এ ম্যাচেও ওর খেলা নিয়ে আছে শঙ্কা। তারপরও প্যরিসিয়ানরা নামবে শতভাগ ফেভারিট হিসেবেই।