ঢাকা: রাজশাহী জেলা ও মহানগর যুবদলের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে জেলা শাখায় দুই সদস্য বিশিষ্ট এবং মহানগরে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে।
শুক্রবার কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে জানানো হয়, জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু রাজশাহী জেলা ও মহানগর যুবদলের মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করে জেলা শাখায় দুই সদস্য বিশিষ্ট এবং মহানগরে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন।
আগামী ১৫ দিনের মধ্যে বাকি সদস্যদের নামসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি কেন্দ্রে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি হলো: আহ্বায়ক মাসুদুর রহমান সজন এবং সদস্য সচিব রেজাউল করিম টুটুল।
মহানগর আহ্বায়ক কমিটি হলো: আহ্বায়ক আব্দুল কাদের বকুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শরিফুল ইসলাম জনি এবং সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি।