ঢাকা : রাজধানীর শান্তিনগরে নির্মাণাধীন একটি ভবনের ১৩তলা থেকে মো. আসমাউল (১৮) নামে এক শ্রমিকের গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে আসমাউলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জানান সে আগেই মারা গেছে।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল বলেন, রাত ১০টায় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে কেন সে গলায় ফাঁস দিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
আসমাউলের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার চরপাকা গ্রামে। সে ওই এলাকার তাজু ইসলামের ছেলে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।