ঢাকা : মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী কৃষকদল কুষ্টিয়া জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি এবং রাঙ্গামাটি জেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে।
কৃষকদলের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে মো. আরিফুর রহমান সুমনকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মো. নুরুল ইসলামকে সদস্য সচিব করে কুষ্টিয়া জেলা শাখার ৫ সদস্য বিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি এবং অলোক প্রিয় চৌধুরী রিন্টুকে সভাপতি এবং রবিউল হোসেন বাবলুকে সাধারণ সম্পাদক করে রাঙ্গামাটি জেলার ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল কমিটি দুটি অনুমোদন করেছেন।