শিরোনাম :
সূচকের সাথে বেড়েছে লেনদেনও দ্বিতীয় দিনের শুরুতেই প্রার্থিতা ফিরে পেলেন যারা মহাখালীর বিস্ফোরণে অগ্নিদগ্ধ মৃতের সংখ্যা বেড়ে ৩ তপশিল স্থগিত চেয়ে রিট খারিজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪ গাজার বিপর্যয়কর স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি অসম্ভব : বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় যুদ্ধবিরতির দাবিতে বিশ্বব্যাপী আজ ধর্মঘটের ডাক পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা, তাপমাত্রা কমে ১৩.১ ডিগ্রি সেলসিয়াস সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কর্ণফুলীতে সারবোঝাই জাহাজডুবি নিপাহ ভাইরাস নিয়ে ভয়ংকর তথ্য, খেঁজুরের রস খাওয়ায় নিষেধাজ্ঞা ভারত থেকে আসছে ৫২ হাজার টন পেঁয়াজ গাজায় ১৮ হাজার ফিলিস্তিনি নিহত পিরোজপুরের পুলিশ সুপারকে প্রত্যাহার সাতসকালেই ‘বিপজ্জনক’ ঢাকার বাতাস

যেভাবে সম্পর্ক ভাঙতে ঈশানকে প্ররোচনা দেয় শাহিদ!

  • শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

বিনোদন ডেস্ক : বলিউডের বর্তমান সময়ের তরুণ অভিনেতা ঈশান খাট্টার। কিছুদিন আগেই জনপ্রিয় অভিনেতা চাংকি পাণ্ডের কন্যা অনন্যা পান্ডের সঙ্গে সম্পর্কের ইতি টানেন এই অভিনেতা। সম্প্রতি ঈশান এক সাক্ষাৎকারে নিজের প্রেম ইস্যুতে পাওয়া উপদেশ নিয়ে কথা বলেন। আর তাতেই ঘুরে ফিরে সেই প্রসঙ্গই আবার সামনে এসেছে।

ঈশানের ওই মন্তব্যের পর থেকেই সবার মনে একটাই প্রশ্নের ভিড় জমেছে, তাহলে কি ভাই শাহিদ কাপুরের প্ররোচনাতেই অনন্যার সঙ্গে সম্পর্ক ভেঙেছেন ঈশান?

ওই সাক্ষাৎকারে ঈশান জানান, প্রেম নিয়ে সেরা উপদেশ দিয়েছিল আমার ভাই। বলেছিলো, আত্মপরিচয় শেষ করে কখনই সম্পর্কে ভেসে যাওয়া ঠিক নয়। এই ব্যাপারে সবসময় সতর্ক থাকতে হবে।

ভাই শাহিদের সব কথাই মেনে চলেন ঈশান। ভীষণ মিলও রয়েছে দু’জনের মধ্যে। এমনকি তাদের বিভিন্ন সময়ের তোলা ছবিতেও ধরা পরে সেই রসায়ন। ঈশানের জন্মদিনেও ভালোবাসা ও আদর মাখানো একটি ভিডিও পোস্ট করেন শাহিদ। ঈশানকে গলায় জড়িয়ে চুমুও খেতে দেখা গেছে শাহিদকে।

বর্তমানে অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন ঈশান। আসন্ন নিজের ‘ফোন ভূত’ মুক্তির আগে বিভিন্ন জায়গায় প্রচারেও যেতে হচ্ছে এই নায়ককে। তবে দীর্ঘ তিন বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পড়ও অনন্যার সঙ্গে তার এখনো সুসম্পর্ক রয়েছে। ঈশান বলেন, অনন্যার সঙ্গে তার অন্য মাত্রার হৃদ্যতা রয়েছে। প্রেমের সম্পর্ক না থাকলেও চিরকাল কাছের মানুষ হয়েই থাকবেন তারা।

উল্লেখ্য, ৪ নভেম্বর মুক্তি পাচ্ছে ঈশান অভিনীত ভৌতিক কমেডি সিনেমা ‘ফোন ভূত’। ছবিতে ঈশানকে দেখা যাবে ক্যাটরিনা কাইফের বিপরীতে।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved