শিরোনাম :
সৌদিতে ২৩ মার্চ থেকে রোজা শুরু চালের কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা : খাদ্যমন্ত্রী রেকর্ড বেড়ে ৩ দিনের মাথায় কিছুটা কমল সোনার দাম মাদারীপুরে রাজীব হত্যা মামলায় ২৩ জনের মৃত্যুদণ্ড উন্নয়ন প্রকল্পে দেশে তৈরি গাড়ি ব্যবহারের পরামর্শ প্রধানমন্ত্রীর ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৭ এপ্রিল আরও চারজনের করোনা শনাক্ত বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ বহিষ্কার ৩০ দিনেই ধ্বংস হবে ক্যানসার কোষ, বাঁচবেন অসংখ্য রোগী! ‘স্মার্ট জাতি বিনির্মাণে স্মার্ট যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য’ অন্যকে নিয়ে সমালোচনার আগে নিজেদের কথা বলুন: যুক্তরাষ্ট্রকে কাদের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে রিট চেম্বার আদালতে খারিজ বাংলাদেশে এখনও বড় সমস্যা দুর্নীতি: মার্কিন রাষ্ট্রদূত দিনে দোকানদারি, রাতে ছিনতাই করতেন তারা সূচকের উত্থানে লেনদেন চলছে

যুবদলের আহ্বায়কের বাড়িতে হামলা, ভাঙচুর, ফাঁকা গুলি

  • রবিবার, ৩ অক্টোবর, ২০২১

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাব পৌরসভা যুবদলের আহবায়ক আফজাল কবিরের বাসভবনে হামলা ও লুটপাট হয়েছে। এসময় হামলাকারীরা ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে।

শনিবার সন্ধ্যায় উপজেলার রূপসী সুইচগেট টিআইসির মোড়ে অবস্থিত যুবদল নেতার বাড়িতে এ ঘটনা ঘটে।

যুবদল নেতা আফজাল কবির শনিবার রাতে গণমাধ্যমকে জানান, সন্ধ্যার দিকে সরকারি দলের প্রায় ৩/৪ শ’ ব্যক্তি হঠাৎ করে আমার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় এবং লুটপাট শুরু করে। তারা আমার বসতঘরে আগুন দেয়ার চেষ্টা করে। ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

হামলাকারীরা আমার ছেলে মুরাদ (১২) এবং মেয়ে জেবা তাসমিয়াকে মারধর ও স্ত্রী মানসুরা আক্তারকে লাঞ্ছিত করে।

তিনি জানান, হামলার সময় প্রায় সাত ভরি স্বর্ণালংকার, ৬০ হাজার নগদ টাকা হামলাকারীরা লুট করে বলে অভিযোগ করেছেন আফজাল কবির ও তার পরিবার। তবে হামলার সময় বাড়িতে ছিলেন না যুবদল নেতা।

তিনি জানান, হামলার বিচার কার কাছে চাইব? তবে আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল এবং আশা করি, হামলাকারীদের বিচার হবে। আমার দলের নেতাদের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেব।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। ঘটনাটি খোঁজ নিয়ে দেখছি।

সংবাটি শেয়ার করুন

এই বিভাগের আরো খরব
© Copyright © 2017 - 2021 Times of Bangla, All Rights Reserved